লোকসভা ভোটে আগে বাড়তে পারে সরকারি কর্মিদের বেতন । বড়ো ঘোষণার পথে কেন্দ্র।
DA বৃদ্ধি পেতে পারে 50 শতাংশ –
সরকারি কর্মী বিশেষ করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যে আসতে চলেছে খুশির খবর। আবার DA বৃদ্ধির খবর পেতে পারেন সমস্ত সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের DA 50 শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। DA বৃদ্ধির সাথে সাথে সরকারের পক্ষ থেকে আরো বেশ কিছু ঘোষণা করা হতে পারে বলে জানান যাচ্ছে । ঘোষণা গুলি যদি কার্যকর হয় তবে সরকারি কর্মীদের বেতন বর্তমান বেতনের দ্বিগুণ হয়ে যাবে ।
অন্তর্বর্তী বাজেটে করা হয় ঘোষণা–
কিছুদিন আগে দেশের অন্তর্বর্তী বাজেট অধিবেশন চলাকালিন অর্থমন্ত্রী নির্মল সিতারামন ঘোষণা করে যে সরকারি কর্মীদের মহার্ঘভাতার সাথে সাথে বিশেষ শুল্ক ভাতাও দেওয়া হবে। যার ফলে বর্তমান বেতনের তুলনায় বেতন অনেকটাই বেড়েযাবে বলে আশাবাদী অনেকে। 7th Pay Commission
আরো পড়ুন: গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ
বকেয়া 18 শতাংশ DA পেতে পারেন কর্মীরা–
করোনা কালে সংকটের অবস্থায় সরকারি কর্মিদের প্রায় 18 শতাংশ DA বকেয়া থেকে যায়। মনে করা হচ্ছে যে আসন্ন লোকসভা ভোটের আগে সেই বকেয়া DA মিটিয়ে দিতে পারে সরকার । এর ফলে এক কালিন অনেকগুলো টাকা হতে পাবেন সরকারি কর্মীরা।7th pay commission
লোকসভা নির্বাচনের আগেই হতে পারে ঘোষণা
সামনেই লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সরকারের তরফে বড়সড় সিদ্ধান্ত আসতে পারে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকারি কর্মীরা । বর্তমানে কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশনের ভিত্তিতে বেতন পাচ্ছে সরকারি কর্মীরা । এরমধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর ওপর বিভিন্ন দফতরের মাধ্যমে নোটিশ জারি করা হয়েছে। ফলে একাধারে মহার্ঘ ভাতা , বাড়তি শুল্ক ভাতা সাথে ফিটমেন্ট ফ্যাক্টর যদি বারে তাহলে এক প্রকার মোটা টাকা হাতে পাবেন বলে একপ্রকার নিশ্চিত সরকারি কর্মীরা। এবং লোকসভা ভোটের আগেই এই সব কার্যকর হবে বলেই আশাবাদী কর্মীরা।7th pay commission