News Desk : এবার বিরাট সুখবর রয়েছে রাজ্যের চিকিৎসা এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে পিএইচডি করার সুযোগ। এই মর্মে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সসের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে, আগ্রহী পড়ুয়ারা অনলাইনে রিসার্চ অ্যাপটিটিউড টেস্টের জন্য আবেদন করতে পারবেন। ওই পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল মাত্র পরবর্তীতে হেলথ সায়েন্সেস বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। এই বিষয়ে যাবতীয় তথ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সসের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। আসুন জেনে নেওয়া যাক কারা, কীভাবে আবেদন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
কারা আবেদন করতে পারবেন?
এই বিষয়ে পিএইচডি করতে গেলে আপনার বেসিক সায়েন্সেস, মেডিক্যাল সায়েন্সেস, ডেন্টাল সায়েন্সেস, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, নার্সিং, প্যারামেডিক্যাল কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। এমনকি শিক্ষার্থীদের ৫০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে স্নাতকোত্তর স্তরে। এ ক্ষেত্রে যারা ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিংবা সিএসআইআর অর্থাৎ কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল সিসার্চের নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, গেট অর্থাৎ গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট প্রভৃতি সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা পিএইচডি করার সুযোগ পাবেন না।
কী কী সুযোগ পাবেন?
শিক্ষার্থীরা সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ ১০ বছরের জন্য হেলথ সায়েন্সেস বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। এছাড়াও পাবেন পিএইচডির জন্য গবেষণা চলাকালীন রিসার্চ সুপারভাইজার এবং কো-সুপারভাইজারের অধীনে কাজ করার সুযোগ। পিএইচডি কোর্সে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের যে রিসার্চ অ্যাপটিটিউড টেস্টটি দিতে হবে, তার পূর্ণমান হলো ১০০, যার মধ্যে ৫০ শতাংশ প্রশ্ন রিসার্চ মেথডোলজি নিয়ে এবং বাকি ৫০ শতাংশ থাকবে শিক্ষার্থী যে বিষয় নিয়ে গবেষণা করতে চান সেই বিষয়ে। এই টেস্ট পরীক্ষার জন্য মোট সময় পাবেন দেড় ঘন্টা।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। এর পাশাপাশি আবেদনমূল্য হিসাবে জমা করতে হবে ৩,০০০ টাকা। ১৫ই জানুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের পোর্টাল চালু রাখা হবে বলে জানানো হয়েছে। আর এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদনপত্র জমা দিতে হবে, নাহলে সেই আবেদন গ্রাহ্য হবে না।শিক্ষার্থীকে আবেদনপত্রের সঙ্গে তার শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রয়োজনীয় নথির প্রতিলিপিও সাবমিট করতে হবে। ওই নথিগুলি যখন প্রার্থী বাছাই করা হবে, সেইসময় অবশ্যই সঙ্গে রাখতে হবে। এই বিষয়ে বিশদে জানতে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সসের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে নিতে পারেন।