সম্প্রতি মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের পৌরসভা দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি (Job Recruitment) প্রকাশিত হলো। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করবো এই বিষয়ে
রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল পশ্চিমবঙ্গের মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। যেকোনো ভারতীয় নাগরিক ও রাজ্যের যেকোনো জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারে।
আসুন জেনেনি আবেদনের পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি।
পদের নাম– ক্লার্ক
শূন্যপদের সংখ্যা– ২ টি
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্যে যেকোনো মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো আবেদনকারী আবেদন করতে পারবেন। সাথে যদি কম্পিউটার টাইপিং বিষয়ে দক্ষতা থাকে তাহলে সেই সকল প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা– এই পদে যারা আবেদন করবেন তাদের বয়স ১/১/২০২৪ এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া বাঞ্চনীয়
মাসিক বেতন– পশ্চিমবঙ্গ সরকারের রোপা ২০১৯ পে ম্যাট্রিক্স অনুযায়ী এই পদের জন্যে মাসিক বেতন ২২,৭০০/- টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি– শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। সেক্ষেত্রে রাজ্যের মিউনিসিপাল কমিশনের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে হলে নিজের বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি থাকা বাঞ্ছনীয় এই ইমেইল আইডি ও মোবাইল নম্বর টি রেজিস্ট্রেশন এর সময় দরকার পড়বে । আবেদনের জন্যে নির্দিষ্ট ফর্মটি পূরণ করে নিজের শিক্ষাগত যোগ্যতার
যাবতীয় নথির স্ক্যানকপি ওয়েবসাইটে আপলোড করতে হবে পরিশেষে ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৭ ফেব্রুয়ারি, ২০২৪।
আবেদন ফি – এই পদে আবেদন জানানোর জন্যে সাধারণ, ওবিসি শ্রেণীর প্রার্থীদের ২০০ টাকা এবং তপসিলি জাতি, উপজাতি, প্রতিবন্ধীদের জন্য ৫০ টাকা আবেদন ফি জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি– এই পদের নিয়োগ দুটি পর্যায় যথাক্রমে প্রথমে লিখিত পরীক্ষা ও পরে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সম্পন্ন হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে যেখানে ১০০ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। একমাত্র লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেনা তাদেরই একমাত্র পার্সোনালিটি টেস্টের জন্যে ডাকা হবে ।
নিয়োগ সংস্থা | মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন |
নোটিফিকেশন লিংক | Download |
ওয়েবসাইট | click here |