PM Poshan Scheme Recruitment 2024 : সুখবর! রাজ্যে পিএম পোষণ স্কিমে চাকরির সুযোগ। জানুন বিস্তারিত

Published On:

PM Poshan Scheme Recruitment 2024: এবার রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! পিএম পোষণ যা আগে কুকড মিড ডে মিল প্রকল্প নামে পরিচিত ছিল সেই প্রকল্পে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্লক ও মিউনিসিপ্যাল এলাকায় অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে।

পদ – রাজ্যের ব্লকে নতুন করে মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে।

শুন্যপদের সংখ্যা – 7

চাকরির প্রকৃতি – সম্পূর্ন রূপে চুক্তিভিত্তিক

বেতন সীমা– অ্যাসিস্টেন্ট একাউন্টেন্ট পদে চাকরি হলে মাসিক ১১,০০০/- হাজার টাকা বেতন দেওয়া হবে।

বয়স – এই পদের ক্ষেত্রে আবেদনকারিদের বয়স ৬৫ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা – এই পদের জন্যে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন এবং সাথে কোনো সরকারি দফতরে একাউন্টসে কাজ করার ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি– বিজ্ঞপ্তিটির শেষে আবেদনপত্র রয়েছে। আবেদন পত্রটি ফিলাপ করে নির্দিষ্ট দিনে ইন্টারভিউ তে যেতে হবে। ইন্টারভিউ ০১/০২/২০২৪ তারিখে সকাল ১১ টা থেকে শুরু হবে সময় সকাল ১০:৩০ এএম ১২:৩০ পিএম পর্যন্ত সাথে পেনশন পেমেন্ট অর্ডার এর সেলফ attested x Rox ও অরিজিনাল কপি আনতে হবে সাথে এক কপি পাসপোর্ট সাইজ কালার আনতে হবে।

ইন্টারভিউ স্থল – গতিধারা মিটিং হল, নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দোতলায়, চুচড়া হুগলি।প্রথমে ১০ মিনিটের পার্সোনালিটি টেস্ট পরে ইন্টারভিউ নেওয়া হবে।

অফিসিয়াল নোটিফিকেশন Download
অফিসিয়াল সাইটhttps://hooghly.nic.in/
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad