Gram Panchayat Ayush Doctor Recruitment WB 2024 : পশ্চিম বঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে কর্মী নিয়োগ করা হবে। Gram Panchayat Ayush Doctor Recruitment WB 2024
এই পদে আবেদন করার জন্যে আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি নিয়ে নিচে আলোচনা করা হলো
নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত গুলির প্রতিটি তে ১টি করে মোট ১১ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
পঞ্চায়েত গুলি এক নজরে –
Kotwali, Norhatta ,Binodpur ,Bhabuk Pukhuria,Dharampur,Habibpur
Mahanandapur ,Akandabaria 1টি
Uttar Chandipur,Uttar Panchanandapur – lI
পদের নাম- উপরিউক্ত গ্রাম পঞ্চায়েত গুলিতে Ayush Doctors (হোমিওপ্যাথিক,আয়ুর্বেদিক) পদে নিয়োগ করা হবে।
বয়স সীমা- এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৫০ বছর মধ্যে হতে হবে। তবে নিয়ম অনুযায়ী SC/ST – 5 বছর ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। বিস্তারিত জানতে নিচে দেওয়া নোটিফিকেশন টি দেখুন।
বেতন সীমা – এই পদে অবদান করার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য
আবেদনকারীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে । শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিস্তারিত
জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি ফলো করুন।
আবেদন পদ্ধতি–
চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। বিজ্ঞপ্তির মাঝখানে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যুক্ত করে যেসব গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে সেখানে গিয়ে জমা করতে হবে। সাথে নিম্নলিখিত documents গুলি xrox জমা করতে হবে
ডকুমেন্টস গুলি নিম্নরূপ –
জন্মের প্রমাণপত্র,এডমিট কার্ড,আধার কার্ড অথবা ভোটের কার্ড,কাস্ট সার্টিফিকেট,শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,পাসপোর্ট সাইজের ফটো,মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট,এড্রেস প্রুফ
আরো অন্যান । আরো বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন।
আগামী ২২ শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে
নোটিফিকেশন | Click here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click here |