WB school Job 2024: রাজ্যের এই স্কুলে কর্মী নিয়োগ! আজই আবেদন করুন!

Published On:

WB school Job 2024: এবার রাজ্যের মহিলাদের, স্কুলে চাকরি করার স্বপ্ন পূরণ হতে চলেছে! নূন্যতম পঞ্চম শ্রেণি পাস যোগ্যতাতেই মিলতে পারে চাকরি।

Group Centre CRPF শিলিগুড়ি, তাদের মন্টেসরি স্কুলের জন্যে বিভিন্ন পদে কর্মী নিয়োগের (WB school Job 2024) বিজ্ঞপ্তি জারি করেছে । আজকের প্রতিবেদনে পদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ কবে? এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

Group Centre CRPF শিলিগুড়ি, তাদের মন্টেসরি স্কুলের জন্যে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।

পদের নাম (WB school Job 2024) – 1) Headmistress 2) Teacher 3) ayah

১) পদ – Headmistress

মোট শূন্যপদের সংখ্যা – 1টি

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে গ্র্যাজুয়েট হতে হবে, সাথে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স– আবেদনকারীর বয়স 25 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতনক্রম – এই পদে সফল কর্ম প্রার্থীকে মাসিক 12000 টাকা বেতন দেওয়া হবে

আরো পড়ুন : রাজ্যে অষ্টম শ্রেণী পাশে চাকরি! জানুন বিস্তারিত।

২) পদ – Teacher

মোট শূন্যপদের সংখ্যা – 8টি

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে গ্র্যাজুয়েট হতে হবে।

বয়স- আবেদনকারীর বয়স 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতনক্রম – এই পদে সফল কর্ম প্রার্থীকে মাসিক 10000 টাকা বেতন দেওয়া হবে

৩) পদ – Ayah

মোট শূন্যপদের সংখ্যা – 7টি

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে পঞ্চম শ্রেণী পাস হতে হবে।

বয়স- আবেদনকারীর বয়স 18 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতনক্রম – এই পদে সফল কর্ম প্রার্থীকে মাসিক 8000 টাকা বেতন দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন – উপরে উল্লেখিত পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি – আবেদন করার ক্ষেত্রে প্রথমে আবেদন কারিদের অফিসিয়াল ওয়েবসাইট www.crpf.gov.in visit করে সাথে নোটিফিকেশনটি ভালোভাবে পরে নিতে হবে। ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে । নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 20/02/2024 তারিখে।

ইন্টারভিউ এর স্থান ও বিস্তারিত দেখে নিন নিচের লিংকে ক্লিক করে।

নোটিফিকেশনদেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad