MSCWB Recruitment 2024: রাজ্য সরকারের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ন্যূনতম নবম শ্রেণি পাস যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে আবেদন চাওয়া হচ্ছে। যেকোনো ভারতের নাগরিক তথা রাজ্যের যেকোন জেলার শিক্ষিত যুবক যুবতীরা এই সকল পদের জন্যে আবেদন করতে পারেন।
আজকের প্রতিবেদনে প্রতিটি পদ, পদ অনুসারে
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়স, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নাম (MSCWB Recruitment 2024): ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কমিশনের তরফ থেকে ১) একাউন্টেন্ট, ২)সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ৩) ক্যাশিয়ার ৪) স্যানিটারি ইন্সপেক্টর ৫) স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট ৬) ক্লার্ক ৭) ওয়ার্ক সরকার পদ গুলির জন্যে কর্মী নিয়োগ করা হবে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
১) অ্যাকাউন্টেন্ট -ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা – এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের কমার্স নিয়ে স্নাতক হওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ যদি কোনো প্রার্থী কমার্সে স্নাতকের ডিগ্রি লাভ করেন তাহলে তিনি এই পদের জন্যে আব্দন করতে পারবেন। এর পাশাপাশি আবেদনকারীর কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্য পদের সংখ্যা -1 টি।
বয়স– এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১/১/২০২৪ এর নিরিখে 28 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথা এসসি ও এসটি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন।
বেতন : অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে প্রার্থীকে পে লেভেল 6 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
আরো পড়ুন : রাজ্যে এসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ! জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি
২) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার -ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা – এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদেরকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে।
এবং সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হব।(MSCWB Recruitment 2024)
শূন্য পদের সংখ্যা -1 টি।
বয়স– এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১/১/২০২৪ এর নিরিখে 24 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথা এসসি ও এসটি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন।
বেতন : এই পদের ক্ষেত্রে সফল প্রার্থীকে পে লেভেল 12 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
৩) ক্যাশিয়ার -ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে সাব ক্যাশিয়ার পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা – এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদেরকে যেকোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। এবং একাউন্টের কাজের বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্য পদের সংখ্যা -1 টি।
বয়স– এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১/১/২০২৪ এর নিরিখে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথা এসসি ও এসটি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন।
বেতন : এই পদের ক্ষেত্রে সফল প্রার্থীকে পে লেভেল 6 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
4) স্যানিটারি ইন্সপেক্টর -ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা (MSCWB Recruitment 2024)- এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদেরকে যেকোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। স্যানিটারি ইন্সপেক্টর শীপ এর ওপর ডিপ্লোমা পাস হতে হবে।
শূন্য পদের সংখ্যা -1 টি।
বয়স– এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১/১/২০২৪ এর নিরিখে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথা এসসি ও এসটি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন।
বেতন : এই পদের ক্ষেত্রে সফল প্রার্থীকে পে লেভেল 9 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
5) স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট (MSCWB Recruitment 2024)-ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে স্যানিটারি অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা – এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদেরকে যেকোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে
মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। এবং পূর্বে কাজের অভিজ্ঞতা থাকতে হবে
শূন্য পদের সংখ্যা -1 টি (MSCWB Recruitment 2024 ) ।
বয়স– এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১/১/২০২৪ এর নিরিখে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথা এসসি ও এসটি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন।
বেতন : এই পদের ক্ষেত্রে সফল প্রার্থীকে পে লেভেল 6 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
6) ক্লার্ক (MSCWB Recruitment 2024)-ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা – এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদেরকে যেকোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। কম্পিউটার জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
শূন্য পদের সংখ্যা -2টি।
বয়স– এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১/১/২০২৪ এর নিরিখে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথা এসসি ও এসটি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন।
বেতন : এই পদের ক্ষেত্রে সফল প্রার্থীকে পে লেভেল 6 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
7) ওয়ার্ক সরকার -ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে ওয়ার্ক সরকার পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা – এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদেরকে যেকোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে নবম শ্রেণী পাস হতে হবে। সাথে রাস্তা সারানোর কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্য পদের সংখ্যা -1টি।
বয়স– এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১/১/২০২৪ এর নিরিখে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথা এসসি ও এসটি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন।
বেতন : এই পদের ক্ষেত্রে সফল প্রার্থীকে পে লেভেল 3 অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।
আবেদন করার পদ্ধতি – উপরিউক্ত পদগুলির (MSCWB Recruitment 2024)
ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অনলাইনের আবেদন করতে হবে। সেক্ষেত্রে প্রথমে অনলাইনে ঢুকে প্রথমে রেজিস্টার করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড সহযোগে লগইন করে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ , জন্মের প্রমাণপত্র , প্রয়োজনে জাতি সংস্থাপত্র, PWD সার্টিফিকেট ইত্যাদির স্ক্যান কপি আপলোড করতে হবে। এবং সবশেষে আবেদন মূল্য জমা করে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি জমা করতে হবে । আবেদন সংক্রান্ত আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।
আবেদন মূল্য – আবেদন মূল্য :প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীকে আবেদন মূল্য জমা করতে হবে সেক্ষেত্রে OBC,EWS, General প্রার্থীদের 200 টাকা এবং ST,SC, PWD প্রার্থীদের 50 টাকা আবেদন মূল্য হিসেবে জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : আবেদন করার পর বাছাই করা আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। 1 ঘন্টা 30 মিনিটের লিখিত পরীক্ষার ক্ষেত্রে ইংলিশ ভাষায় মোট 200 নাম্বারের 100 টি MCQ টাইপের প্রশ্ন থাকবে অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 এবং প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্যে 1 নম্বর করে কেটে নেওয়া হবে । লিখিত পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ তে ডাকা হবে। এরপর ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট পদে নিযুক্ত করা হবে।
আবেদনের শেষ তারিখ ( MSCWB Recruitment 2024): 7 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।(MSCWB Recruitment 2024)
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক(MSCWB Recruitment 2024):
অফিসিয়াল নোটিশ (MSCWB Recruitment 2024) | দেখুন |
আবেদন লিঙ্ক | দেখুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন |