Railway Job new 2024: উচ্চ মাধ্যমিক পাশে রেলে চাকরি! ভালো বেতন। জানুন বিস্তারিত।

Published On:

Railway Job new 2024: উচ্চ মাধ্যমিক পাশে রেলে কর্মী নিয়োগ বেতন ৬৩ হাজার টাকা! জানুন বিস্তারিত।

এবার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির বিজ্ঞপ্তি জারি করা হলো Northern Railway এর Railway Recruitment Cell এর তরফ থেকে।

রাজ্যের যেকোনো জেলার ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। আজকের প্রতিবেদনে কোন পদে নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা কত, বেতনক্রম কি, আবেদন প্রক্রিয়া, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

নর্দার্ন রেলওয়ের Railway Recruitment Cell সম্প্রতি ড্রামা আর্টিস্ট এবং ক্লাসিকাল সিঙ্গার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

1) পদের নাম ( Railway Job new 2024 ) – ড্রামা আর্টিস্ট।

শূন্য পদের সংখ্যা – ১ টি

বয়স সীমা – উপরিউক্ত পদের জন্যে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম 50 শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে 50 শতাংশ থাকা বাধ্যতামূলক নয়। সকল আবেদনকারীর কম্পিউটারে ইংলিশ বা হিন্দি টাইপিং এ দক্ষতা থাকতে হবে। সাথে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রামার ওপর ডিগ্রি/ ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকা আবশ্যিক

আরো পড়ুন: রাজ্যে স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ! যোগ্যতা অষ্টম পাশ!

1) পদের নাম– ক্লাসিকাল সিঙ্গার

শূন্য পদের সংখ্যা – ১ টি

বয়স সীমা – উপরিউক্ত পদের জন্যে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম 50 শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস তবে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে 50 শতাংশ থাকা বাধ্যতামূলক নয়। সাথে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাসিকাল hindustani song এর ওপর সার্টিফিকেট থাকা আবশ্যিক (Railway Job new 2024)।

বেতনক্রম – সফল কর্মরত প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের 7th CPC অনুযায়ী Level-2, Matrix অনুযায়ী বেতন দেওয়া হবে আরও বিশদে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন ফী – সাধারণদের জন্যে 500 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের 250 টাকা আবেদন ফী লাগবে।

আবেদন পদ্ধতি – আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন করতে পারবেন 29/২/2028 পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি (Railway Job new 2024 )- 50 নম্বরের লিখিত ও বাকি 50 নম্বরের মধ্যে 35 নম্বর প্রাকটিক্যাল ও ব্যক্তিগত শংসাপত্র তথা পুরস্কারের ওপর 15 নম্বর থাকবে।

আরও বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট (www.rrcnr.org) ও বিজ্ঞপ্তি দেখুন।

নোটিফিকেশন (Railway Job new 2024)দেখুন

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad