WB New Gram Panchayat Job 2024 : এবার পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

Published On:

News Desk : রাজ্যের সকল ছেলেমেয়েদের জন্য রয়েছে বিরাট সুখবর! আবারো নতুন করে রাজ্যের পঞ্চায়েতে কর্মী নিয়োগের (WB New Gram Panchayat Job 2024) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখান থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই ব্লকের স্থায়ী বাসিন্দারা একমাত্র এখানে আবেদন করতে পারবেন। কর্মপ্রার্থীরা অফলাইনে আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদনে রইলো আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতনের বিস্তারিত তথ্য। আসুন জেনে নেওয়া যাক।

নিয়োগ সংস্থা – DMMU Jalpaiguri ( WB New Gram Panchayat Job 2024 )

পদের নাম- CRP-EP (Community Resource Person Enterprise Promotion)

মোট শূন্যপদ- ১০টি।

শিক্ষাগত যোগ্যতা-  সংশ্লিষ্ট পদগুলিতে (WB New Gram Panchayat Job 2024) আবেদন করার জন্য প্রার্থীকে গ্রেজুয়েশন পাস থাকতে হবে। এর পাশাপাশি অবশ্যই প্রার্থীদের কম্পিউটার ও স্মার্টফোন চালানোর বিশেষ দক্ষতা ও ম্যাথ এবং বিজনেসের উপরও বিশেষ দক্ষতা থাকতে হবে, তবেই এখানে আবেদন করতে পারবেন।

আরো পড়ুন :- রেলে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক

বেতন –  এই পদের ক্ষেত্রে মাসিক বেতন সম্পর্কে সংস্থার বিজ্ঞপ্তিতে কোনোরকম উল্লেখ নেই।

বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। সরকারি নিয়মানুসারে বয়সের ছার পাওয়া যাবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

নিয়োগ পদ্ধতি – প্রার্থীদের সংশ্লিষ্ট পদগুলিতে দু mটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে টেকনিক্যাল স্কিল টেস্ট এবং পরবর্তী ধাপে ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। WB New Gram Panchayat Job 2024

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে, সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এর পাশাপাশি যে যে নথিগুলি চাওয়া হয়েছে, সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট সময়, তারিখ ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আবেদন শেষ তারিখ – ১৫ই ফেব্রুয়ারি, ২০২৪

NotificationClick Here
official websiteClick Here


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad