News Desk : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিনে গত বছর অর্থাৎ ২০২৩ সালের ১৭ই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক নয়া যোজনা আনা হয়েছিল, যার নাম পিএম বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana)। আসলে গতবছর ওই দিনে পড়েছিল বিশ্বকর্মা পুজো। আর তাই সেই উপলক্ষে কেন্দ্র সরকার, দেশের সকল কারিগরদের জন্য এই প্রকল্প চালু করে। রাজমিস্ত্রি থেকে শুরু করে ছুতোর, ধোপা কামার, কুমোড়, পাথরভাঙা শিল্প সহ মোট ১৮টি ক্ষেত্রের ঐতিহ্যগত কারিগরদের জন্য এই প্রকল্প চালু করা হয়।
এই প্রকল্পে কী কী সুবিধা দেওয়া হবে?
এই প্রকল্পের নানা দিক রয়েছে, যেমন একদিকে সরকার ঐতিহ্যগত কারিগর ও শিল্পীদের জন্য প্রশিক্ষণ দিয়ে তাদের কার্যক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার ঘটাবে, ঠিক তেমন অপরদিকে আর্থিক সহায়তা ও ঋণ দানের মাধ্যমে তাদের ব্যবসার সম্প্রসারণ ঘটাতেও সাহায্য করবে। এই প্রকল্পে আবেদন জানালেই পাওয়া যাবে পেয়ে ১৫ হাজার টাকা। এই টাকা দিয়ে ঐতিহ্যগত কারিগর ও শিল্পীরা তাদের পেশার জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক ছোট ছোট যন্ত্র কিনতে সক্ষম হবে। এই প্রকল্পের আওতায় ছুতোর থেকে রাজমিস্ত্রি, স্যাকরা, মুচি সহ মূলত ওবিসি সম্প্রদায়ের ঐতিহ্যগত শিল্পী কারিগরদের জন্য পাঁচ দিনের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে এবং এই প্রশিক্ষণে যারা অংশ নেবে তাদেরকে ১৫ হাজার টাকা করে বিশেষ ইনসেন্টিভ দেবে কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে আবার ১৫ দিনের এক বিশেষ ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হবে, সেখানে যে শিল্পী কারিগররা অংশগ্রহণ করবেন, তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ৩ লক্ষ টাকা ঋণ, প্রতিদিন ৫০০ টাকা করে ক্ষতিপূরণ ভাতা এবং বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হবে। PM Vishwakarma Yojana
পিএম বিশ্বকর্মা যোজনায় কারা সুবিধা পাবে?
সকল ভারতীয় নাগরিক এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন। এই প্রকল্পের সুবিধা পাবেন নির্দিষ্ট ১৮টি ক্ষেত্রের ঐতিহ্যবাহী কারিগর বা শিল্পীরা। এই প্রকল্পে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। কোনো অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আবেদনকারীর কাছে নিজের দক্ষতার উপর বৈধ সার্টিফিকেট থাকতে হবে এবং ১৪০টি শ্রেণির অন্তর্গত মানুষরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। পিএম বিশ্বকর্মা যোজনায় কেন্দ্র, আগামী চার বছরের জন্য প্রাথমিকভাবে প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পে ৫ শতাংশ সুদের হারে প্রথম ধাপে ১ লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে এবং ব্যবসা বৃদ্ধির জন্য পূর্বের ঋণ পরিশোধ করলে দ্বিতীয় ধাপে আরো ২ লক্ষ টাকার ঋণ পাওয়া যাবে।PM Vishwakarma Yojana
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় কীভাবে আবেদন করবেন?
এই প্রকল্পে আবেদন করতে আবেদনকারীকে pmvishwakarma.gov.in- এই ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট নির্দেশ মেনে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। আবেদন করার জন্য যে সক নথিপত্র লাগবে, সেগুলিকে আগে থেকে স্ক্যান করে সফট কপি হিসেবে রাখতে হবে। এরপর অনলাইন ফর্ম ফিলাপের শেষে এগুলো আপলোড করতে হবে।
বিশ্বকর্মা যোজনায় আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে?
এই প্রকল্পে (PM Vishwakarma Yojana) আবেদনের জন্য মোবাইল নম্বর লিঙ্ক আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্কের পাসবই, পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি লাগবে।