News Desk : প্রতিটি মানুষ তার বয়স হওয়ার সাথে সাথে একটু সুখে শান্তিতে জীবন কাটাতে চান। তবে, সেই মানসিক শান্তি বজায় রাখতে গেলে প্রথমেই প্রয়োজন হয় টাকার। তাহলে আর কারোর প্রতি নির্ভর করে থাকতে হয় না। নিজের কাছে যদি টাকা থাকে, তবে দিব্যি শান্তিতে ভালোভাবে আপনি আপনার জীবন কাটাতে পারবেন। তাই আজকাল বেশিরভাগ মানুষই অবসরের আগে বিভিন্ন ধরনের পরিকল্পনা শুরু করেন এবং নানা ধরনের স্কিমে (LIC Policy) টাকা বিনিয়োগ (Investment) করে রাখেন ভবিষ্যতের কথা ভেবে। আর পরবর্তীতে তার থেকে ভালো রিটার্নও পাওয়া যায়।
এলআইসির সরল পেনশন প্ল্যান
আজ আমরা আপনাদের এমনই একটি স্কিম (LIC Policy) নিয়ে বলতে চলেছি।আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত। আপনি আমার ভবিষ্যত নিশ্চিত করতে এলআইসির সরল পেনশন প্ল্যানে (LIC Saral Pension Yojana) টাকা ইনভেস্ট করতে পারেন। এখানে আপনার বিনিয়োগ যেমন সুরক্ষিত থাকবে, তেমনই আপনি পাবেন আজীবন পেনশনের সুবিধা। মূলত এটি একটি সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান, যেখানে গ্রাহককে একবারই মোটা অঙ্কের টাকা দিতে হয়। তারপর আর কোনো চিন্তা থাকেনা। প্রতি মাসেই আপনি পেনশনের সুবিধা পাবেন। এমনকি প্রাপকের যদি কোনো কারণে মৃত্যু হয়, তবে তার নমিনি ওই প্রাপ্য টাকা পাবে।
৪০ বছর বয়স থেকেই পাবেন পেনশনের
এই প্রকল্পের অধীনে গ্রাহক, পলিসি কেনার সঙ্গে সঙ্গে পেনশনের টাকা পেতে শুরু করেন। পলিসি নেওয়ার সময় যে পেনশন শুরু হয়, তাই আজীবন থেকে যায়। টাকার অঙ্কের কোনো পরিবর্তন হয় না। এটি একটি তাৎক্ষণিক বার্ষিক পরিকল্পনা, যেখানে পলিসি নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেনশন পেতে শুরু করবেন। এই স্কিমের অধীনে পলিসি কেনার সময় আপনাকে একবার প্রিমিয়াম দিতে হবে। আর পলিসি হোল্ডার প্রিমিয়াম পেমেন্ট করার পরেই পেনশন পাবেন এবং একই পরিমান পেনশন সারা জীবন ধরে পাবেন। এই প্ল্যানের একটি বড় সুবিধা হলো এখানে পেনশন (Pesnion Scheme) পাওয়ার জন্য আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে না, বরং আপনি ৪০ বছর বয়স থেকেই পেনশনের সুবিধা পেতে শুরু করবেন।
এই পলিসির বিশেষত্ব
গ্রাহককে এই পলিসির আওতায় সারাজীবন ধরে পেনশন দেওয়া হয়। গ্রাহক এই স্কিমে প্রতি মাসে সর্বনিম্ন ১০০০ টাকা পেনশন পেতে পারেন। যদি ৪০ বছর বয়সী কোনো ব্যক্তি ১০ লাখ টাকার সিঙ্গল প্রিমিয়াম দেন, তবে তিনি সারাজীবন বার্ষিক ৫০,২৫০ টাকা করে পেনশন পাবেন। গ্রাহক সর্বনিম্ন ৪০ বছর এবং সর্বোচ্চ ৮০ বছর বয়সে সরল পেনশন যোজনা পলিসি কিনতে পারবেন। আপনি পেনশনের জন্য মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক পেনশনের বিকল্প পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনাকে পেনশন দেওয়া হবে। আপনি এই পেনশন অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই কিনে নিতে পারবেন। আপনি পলিসি কেনার তারিখ থেকে ৬ মাস পর যেকোনো সময় সরল পেনশন যোজনা স্কিম সারেন্ডার করতে পারবেন। পলিসি কেনার পরেই যদি কেউ জমা করা অর্থ ফেরত চান তাহলে ৫ শতাংশ কেটে নিয়ে টাকা ফেরত দেওয়া হবে। আবার আপনি এই স্কিমে বিশেষ ঋণগ্রহণের সুবিধা পাবেন।