PM Scholarship 2024 : কেন্দ্র সরকার প্রতিমাসে ৩০০০ টাকা! শিঘ্রই আবেদন করুন

Published On:

News Desk : কেন্দ্রীয় সরকার দেশের সকল দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশোনায় সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী স্কলারশিপ (PM Scholarship 2024) চালু করলো। অর্থের অভাবে অনেক সময় অনেকেই পড়াশোনা করতে পারে না। অতি অল্প বয়সেই পড়াশুনা ছেড়ে কাজের খোঁজে বেরোতে হয়। তাই এই সকল অসহায় ছেলে মেয়েদের সাহায্য করতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই একাধিক স্কলারশিপ এবং প্রকল্প চালু করেছে। এর মধ্যেই একটি হলো এই স্কলারশিপ। আজ আমরা এই স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য দিতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।

প্রধানমন্ত্রী স্কলারশিপ

এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। প্রতি বছরই এই সময়ে এই স্কলারশিপের আবেদন শুরু হয়। আর এই বছরেও কিছুদিন আগে এই স্কলারশিপের (PM Scholarship 2024) জন্য আবেদন গ্রহণের কাজ শুরু করা হয়েছে। পিএম স্কলারশিপ স্কিম হলো দেশের দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সাহায্যার্থে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা একটি উল্লেখযোগ্য স্কলারশিপ স্কিম, যা সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্ট প্রদান করে থাকে। এই প্রকল্পের মাধ্যমে পুলিশ কর্মী, রেল কর্মী, প্রাক্তন সেনাকর্মী, প্রাক্তন কোস্ট গার্ড কর্মীদের সন্তান ও বিধবাদের বৃত্তি প্রদান করা হয়। এই স্কলারশিপের মাধ্যমে তাদের পরিবারের পড়ুয়ারাদের উচ্চ শিক্ষার যাবতীয় খরচ বহন করে কেন্দ্র সরকার। PM Scholarship 2024

আরো পড়ুন:- বিরাট ঘোষণা রাজ্য বাজেটে! এবার একাদশ শ্রেণি থেকেই পড়ুয়ারা পাবেন ট্যাব! কীভাবে পাবেন জানুন

কত টাকা করে পেয়ে থাকেন?

এই বৃত্তির সুবিধা দেওয়ার জন্য প্রতি বছর মোট ৫৫০০ জন শিক্ষার্থী নির্বাচন করা হয়, যাদের মধ্যে ২৭৫০ পুরুষ ও ২৭৫০ মহিলা। পুরুষ প্রার্থীরা বছরে ৩০০০০, অর্থাৎ প্রতি মাসে ২৫০০ টাকা এবং মহিলা প্রার্থীরা বছরে ৩৬০০০, অর্থাৎ প্রতিমাসে ৩০০০ টাকা স্কলারশিপ পেয়ে থাকেন।

স্কলারশিপ পেতে গেলে যোগ্যতা কী লাগে?

পুলিশ কর্মী, রেল কর্মী, প্রাক্তন সেনাকর্মী, প্রাক্তন কোস্ট গার্ড কর্মীদের সন্তান ও বিধবাদের বৃত্তি প্রদান করা হয়, যারা সন্ত্রাসবাদী, নকশাল হামলায় চাকরি করা কালীন মারা গেছেন অথবা প্রতিবন্ধী হয়েছেন। আবেদনকারীকে দ্বাদশ শ্রেণিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ৬০ শতাংশ বা তার উপরে নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীকে বর্তমানে নিয়মিত ডিগ্রি কোর্স অনুসরণ করতে হবে, তবে চিঠি পত্র বা দূরত্ব মোড বা ডিপ্লোমা কোর্স অনুসরণ করলে এর সুবিধা দেওয়া হবে না। আবেদনকারীকে অতি অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) অথবা অন্যান্য UGC দ্বারা স্বীকৃত কলেজ বা প্রতিষ্ঠানে কোর্স করতে হবে এবং অন্য কোনো স্কলারশিপ স্কিমের আওতায় থাকলে এই স্কিমের সুবিধা পাওয়া যাবে না। PM Scholarship 2024

আবেদন পদ্ধতি

এই স্কিমে আবেদন করতে হলে আবেদনকারীকে www.ksb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন লিংকের উপর ক্লিক করে নিজের নাম, ফোন নাম্বার, ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, তাদের আর করতে হবে না। এরপর নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর Apply Now বাটনে ক্লিক করে আবেদনের পেজে এসে সঠিকভাবে তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন সম্পূর্ণ হবে। গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলির একটি করে হার্ড কপি প্রিন্ট করে নিতে হবে পরবর্তীতে প্রয়োজন পড়বে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad