News Desk : চলতি বছরের রাজ্য বিধানসভা বাজেটে একের পর এক সুখবর সামনে এলো। মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি থেকে শুরু করে সিভিক এবং গ্রিন, ভিলেজ পুলিশদের জন্যও এবার দারুন বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। জনকল্যাণমুখী প্রকল্পগুলিতে ভাতা বাড়ানোর পাশাপাশি রাজ্যে পাঁচ লাখ কর্মসংস্থানের কথা বলা হয়েছে (WB Government Jobs)। এরফলে সকলের মুখে হাসি ফুটেছে।
সিভিক ভলান্টিয়ারদের জন্য প্রায় ১০০০ টাকা ভাতা বাড়ানো হলো
এবার রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলান্টিয়ারদের জন্য প্রায় ১০০০ টাকা ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। বাজেটে এর জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলেও জানানো হয়েছে। আগে রাজ্য পুলিশের ১০ শতাংশ চাকরি সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকতো, তবে এখন থেকে তা ২০ শতাংশ থাকবে বলে জানানো হয়েছে। WB Government Jobs
আরো পড়ুন:- এবার রাজ্যের স্কুলে কর্মী নিয়োগ! যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ! জানুন আবেদন পদ্ধতি
রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কী বললেন?
এদিন বাজেটে রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কর্মসংস্থান সংক্রান্ত একাধিক উল্লেখযোগ্য বার্তা দেন। তিনি জানান যে, সিভিক, গ্রিন ও ভিলেজ পুলিশরা এবার থেকে ১০০০ টাকা করে বেশি ভাতা পাবেন। সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে (WB Government Jobs)। রাজ্য পুলিশে যদি নতুন করে ১ হাজার জনকে নিয়োগ করা হয় সেক্ষেত্রে কাজের নিরিখে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে ২০০ জন চাকরি পাবেন বলে রাজ্য বাজেটে ইঙ্গিত দেওয়া হয়েছে। যার জন্যে রাজ্য সরকার ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছে এই খাতে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরো জানান, সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের এইসব কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে এতদিন ২ থেকে ৩ লক্ষ টাকা পেতেন। এবার থেকে তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এই খাতে সরকার অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। WB Government Jobs
আর কী কী ঘোষণা করা হয়েছে?
এমনকি রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের আওতায় জেনারেল কাস্টের মহিলারা পেতেন ৫০০ টাকা এবং তফশিলি জাতি উপজাতির মহিলারা পেতেন ১০০০ টাকা। এবার সেই বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায় (Mamata Banerjee)। গত বাজেটে ৩ শতাংশ ডিএর কথা ঘোষণা করা হয়েছিল, তবে এই বছর তা চার শতাংশ করা হয়েছে।