রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। রাজ্যের যেকোনো জেলার যোগ্য ছেলে মেয়েরা আবেদন করতে পারেন । পশ্চিম বঙ্গের কোচবিহার জেলার Akarahat Dishari Handicapped School And Training Centre এ নিয়োগ করা হবে।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন কোন পদে নিয়োগ করা হবে, বেতন কত দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি বিষয়ে বিশদে আলোচনা করা হলো। WB Special teacher recruitment 2024
Advertisement No হলো 01/2024
পদের নাম – Akarahat Dishari Handicapped School And Training Centre থেকে প্রকাশিত চাকরির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হচ্ছে
Assistant Teacher পদে।
শূন্য পদের সংখ্যা 1টি (WB Special teacher recruitment 2024)
আরো পড়ুন: এবার ভারতীয় রেলে হতে চলেছে ৯০০০ টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদন কারিকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সাথে ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য হিয়ারিং থেকে বধিরদের শিক্ষাদানের ডিপ্লোমা থাকতে হবে অথবা রাজ্য স্বীকৃত শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে বধিরদের শিক্ষাদানের শংসাপত্র থাকতে হবে। আবেদনকারীর গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
বয়স – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। বিশদে জানতে নোটিফিকেশন দেখুন।
বেতন : এই পদে সফলভাবে কর্মরত প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল 6 অনুসারে 22700 থেকে 58500 টাকা বেতন দেওয়া হবে।WB Special teacher recruitment 2024
নিয়োগ পদ্ধতি নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন পদ্ধতি আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন। সেক্ষেত্রে প্রথমে coochbeharwb.in/me এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট লিংকে ক্লিক করে অনলাইন আবেদন করতে হবে।
আবেদন নেওয়া শুরু হয়েছে, আবেদন গ্রহণের শেষ তারিখ 21/02/2024 আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।