Bangla Sahayata Kendra Recruitment 2024: বাংলা সহায়তা কেন্দ্রের মত DEO নিয়োগ! আবেদন করুন এক্ষুনি

Published On:

News Desk : বিরাট সুখবর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য। সম্প্রতি গ্রামীন স্বচ্ছ ভারত মিশনের পক্ষ থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ চলছে বাংলা সহায়তা কেন্দ্রের মত ডাটা এন্ট্রি অপারেটর ও অন্যান্য পদে (Bangla Sahayata Kendra Recruitment 2024)। কীভাবে এখানে আবেদন করবেন, বয়সসীমা ও মাসিক বেতন কত? শিক্ষাগত যোগ্যতা কী? এই সব তথ্যই রইলো আজকের এই প্রতিবেদনে।

পদের নাম – এখানে একসাথে ৩টি আলাদা আলাদা পদে নিয়োগ করা হচ্ছে। পদগুলি হলো : Data Entry Operator, District Coordinator, Assistant District Coordinator

শিক্ষাগত যোগ্যতা – প্রত্যেকটি পদের (Bangla Sahayata Kendra Recruitment 2024) জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে। আবেদন করতে যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে, এর পাশাপাশি কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট অন্যান্য যোগ্যতা থাকতে হবে। Bangla Sahayata Kendra Recruitment 2024

বয়সসীমা- এখানে বিন্য পদের ক্ষেত্রে বয়সীমা আলাদা। District Coordinator পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, Assistant District Coordinator পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে, Data Entry Operator পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। Bangla Sahayata Kendra Recruitment 2024

বেতন – এখানে District Coordinator পদের মাইনে প্রতিমাসে পাবেন ২৭,০০০ টাকা, Assistant District Coordinator পদের জন্য  মাইনে প্রতিমাসে পাবেন ২৪,০০০ টাকা, Data Entry Operators পদের জন্য মাইনে প্রতিমাসে পাবেন ১১,৯৯০ টাকা।

আরো পড়ুন:- ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে এসিস্ট্যান্ট নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

কোন কোন অফিসে নিয়োগ করা হবে?

1. Office of the ADM (General) Kalimpong,
2. Project Director, DRDC, Lowis Jubilee Complex, Darjeeling
3. Block Development Office, Kalimpong I Block
Block Development Office, Lava Block
4. Block Development Office, Pedong Block
5. Block Development Office, Gorubathan Block

নিয়োগ পদ্ধতি – এখানে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এবং ফাইনাল মেরিট লিস্ট প্রভৃতি বিভিন্ন ধাপের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি – এখানে(Bangla Sahayata Kendra Recruitment 2024) অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সকল ইচ্ছুক প্রার্থীদের। আবেদন করার সময় প্রথমে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেখানে দেওয়া আবেদন ফর্ম A4 পেপারে প্রিন্ট করে আবেদন ফর্মটি ভালোভাবে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট এটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ – ১৫ই ফেব্রুয়ারি, ২০২৪

অফিশিয়াল নোটিশClick Here
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad