Bank Recruitment 2024:রাজ্যের বেকার শিক্ষিত যুবক যুবতীদের জন্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যে কোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।Union Bank Recruitment 2024
ইউনিয়ন ব্যাঙ্কের পক্ষ থেকে নতুন করে চাকরির (Union Bank Recruitment 2024) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের প্রতিবেদনে কোন পদে নিয়োগ, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা,আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো
পদের নাম – বিভিন্ন বিভাগের ক্ষেত্রে চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ — ৬০৬ টি যার মধ্যে অসংরিক্ষিতদের জন্য ২৫৩ টি এছাড়া এস সি দের জন্য ৮৯ টি , দের জন্য ৪৪ টি, ওবিসিদের জন্য ১৬১ টি, ইডব্লিউএসদের জন্য ৫৯ টি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে B.Sc., B.E./B.Tech., Degree in Computer Science, Computer Science & Engineering/ Information Technology, Software Engineering, Electronics & Communications Engineering অথবা M. Tech., M.Sc. in Computer Science ইত্যাদি বিষয়ে ডিগ্রী পেয়ে থাকতে হবে।
মাসিক বেতন— এই সকল পদে সফলভাবে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন 36000/- – 76000/- টাকা দেওয়া হবে ।
বয়সসীমা— এই পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়স নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।Union Bank Recruitment 2024
আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। অনলাইন দেওয়া আবেদনের লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে সেক্ষেত্রে প্রার্থীদের নিজস্ব বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি থাকতে হবে যার মাধ্যমে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করা হবে এরপর রেজিস্ট্রেশন এর সম্পূর্ণ হয়ে গেলে রেজিস্ট্রেশনের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের পরবর্তী ধাপ অর্থাৎ ফর্ম ফিলাপ করতে হবে সাথে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় ডকুমেন্টস স্ক্যান করে তার স্ক্যান কপি ওয়েব সাইটে আপলোড করতে হবে এরপর নির্দিষ্ট আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে।
আবেদন ফি— এই পদে আবেদন করার জন্য জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ৮৫০ টাকা আবেদন ফি হিসেবে জমা করতে হবে এস সি এস টি এবং পিডব্লিউডি প্রার্থীদের আবেদন ফ্রি এর পরিমাণ খুবই কম মাত্র ১৭৫ টাকা এই ১৭৫ টাকা টি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার সময় জমা করতে হবে।Union Bank Recruitment 2024
নিয়োগ পদ্ধতি— এই পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেয়া হবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে ২০০ নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে সেখান থেকে মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে
নোটিফিকেশন | দেখুন |