এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্যে সুখবর! রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো।
আজকের প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন কোন কোন পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা কি, বয়স কত ইত্যাদি বিষয় আলোচনা করা হলো। রাজ্যের যেকোনো জেলার যোগ্য ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। যেকোনো ভারতীয় তথা রাজ্যের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
মোট 14টি পদে নিয়োগ করা হচ্ছে – সেগুলি হলো PGT, TGT ,PRT,Prt Music,TGT,Balvatika Teacher,Caregiver,Doctor,Nurse,Councellor,
Special Educator,Computer Instructor,Dance Coach,Games Coach,Yoga Coach.WB School Job 2024
আরো পড়ুন : ডিএম অফিসে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা – পদ হিসেবে ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে, শিক্ষক পদ যেমন PGT পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সাথে B.Ed. পাস করা থাকতে হবে। , TGT পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় গ্রাজুয়েট ডিগ্রি সাথে B.Ed. পাস করা থাকতে হবে। এছাড়া পদ হিসেবে B.E or B.Tech / B.A./B.S.c / Nursing / MBBS ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে। সুতরাং আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে দেখেনিন।WB School Job 2024
বয়স সীমা – আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স 23/2/2024 এর হিসেবে 18 বছর থেকে 65 বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি – কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধু ইন্টারভিউ এর মধ্যে নিয়োগ করা হবে ইন্টারভিউ নেওয়া হবে 23/2/2024 সকাল 8:00 am থেকে সুতরাং প্রথমে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে সেটি যথাযথ ভাবে পূরণ করে উপযুক্ত ডকুমেন্টস সহকারে ইন্টারভিউ এর স্থানে ক9লে যেতে হবে।WB School Job 2024
ইন্টারভিউ এর ঠিকানা PM Shri Kendriya Vidyalaya Berhampore (W.B.) আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি একবার ভালো ভাবে দেখেনিন।
Notification | দেখুন |