DVC recruitment 2024: পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্যে সুখবর! এবার দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কেন্দ্রীয় সরকারের শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংস্থাটির বিভিন্ন রিনিউয়েবেল এনার্জি প্রজেক্টের অধীনে নির্দিষ্ট মেয়াদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে এই সকল কর্মীদের।
আরো পড়ুনঃ গ্রাহকদের সতর্ক করলো sbi
আজকের প্রতিবেদনে পদ, আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে বেতন দেওয়া হবে, ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে? বিস্তারিত আলোচনা করা হলো ।
পদের নাম – নিয়োগ হবে ম্যানেজার (মেকানিক্যাল),অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেকানিক্যাল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল), ম্যানেজার (ইলেক্ট্রিক্যাল),অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল)DVC recruitment 2024
মোট শূন্য পদের সংখ্যা – ৬টি
শিক্ষাগত যোগ্যতা – শুধু মাত্র ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরাই আবেদন করতে পারবেন।
বয়স – অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে ।DVC recruitment 2024
বেতনক্রম স্টেট ম্যানেজারের ক্ষেত্রে ৫৬ হাজার টাকা এবং ম্যানেজার পদের ক্ষেত্রে এক লাখ টাকা প্রতি মাসে পারিশ্রমিক দেয়া হবে
আবেদন পদ্ধতি এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রতিটি পদের ক্ষেত্রে প্রথমে তিন বছরের জন্য কর্মীদের নিয়োগ করা হবে পরে আরো দু’বছর এক্সটেন্ড করা হতে পারে কাজের উপর ভিত্তি করে। সফলভাবে নিযুক্তদের কলকাতায় সংস্থার সদর দফতর বা বিভিন্ন প্রজেক্ট সাইটে পোস্টিং দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ 3মার্চ, 2024।DVC recruitment 2024
নোটিফিকেশন | দেখুন |