News Desk : চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে সম্প্রতি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (WB Land Office Clerk Recruitment 2024)। এখানে ক্লার্ক পদে নিয়োগের আবেদন চলছে। কোনোরকম লিখিত পরীক্ষা হবে না। এমনকি লাগবেনা কোনপ্রকার শিক্ষাগত যোগ্যতা। কীভাবে এখানে আবেদন করবেন, মাইনে কত পাবেন, বয়সসীমা কত লাগবে এই সকল তথ্য বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে। আসুন দেখে নেওয়া যাক।
পদের নাম – Clerk
শূন্যপদ – ৩টি
বয়সসীমা – এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ৬০ বছরের থেকে ৬৪ বছরের মধ্যে।
বেতন – প্রার্থীকে প্রতিমাসে ১২,০০০ টাকা মাইনে প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – এই পদের জন্য আবেদন করতে কোনোপ্রকার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি, কারন শুধুমাত্র সরকারি রিটায়ার্ড কর্মীরাই এখানে আবেদন যোগ্য, তবে প্রার্থীর শারীরিক ও মানসিক অবস্থা ভালো হতে হবে।
আরো পড়ুন:- এবার BDO অফিসে মিড ডে মিল বিভাগে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি
নিয়োগ পদ্ধতি – এই পদে (WB Land Office Clerk Recruitment 2024) কোনপ্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ – ৫ই মার্চ, ২০২৪ সকাল ১১টা থেকে।
ইন্টারভিউ স্থান – The Chamber of the Additional District Magistrate (LR), 12, Nityadhan Mukherjee Road, Howrah-711101
আবেদন পদ্ধতি – সকল ইচ্ছুক প্রার্থীকে এখানে (WB Land Office Clerk Recruitment 2024) অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিবেদনে দেওয়া নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ ও আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন ফর্মটি A4 পেপারে প্রিন্ট আউট বের করে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য যথাক্রমে নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরন দিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি জেরক্স করে আবেদন ফর্মের সাথে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে জমা করে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ – ৪ঠা মার্চ, ২০২৪
অফিশিয়াল নোটিশ : Download Pdf
আবেদন ফর্ম : Download Form
অফিশিয়াল ওয়েবসাইট : Click Here