WBERC job vacancy 2024 পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্যে সুখবর! এবার পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনে( WBERC) এর তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
West Bengal Electricity Regulatory Commission এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকের প্রতিবেদনে পদ, আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে বেতন দেওয়া হবে, ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে? বিস্তারিত আলোচনা করা হলো ।
পদের নাম – নিয়োগ করা হবে কনসালট্যান্ট পদে ।
শিক্ষাগত যোগ্যতা – ইঞ্জিনিয়ারিং শাখায় গ্যাজুয়েট। সাথে বিদ্যুৎ বন্টন সংস্থায় বা বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থায় 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কোন সমস্যার অধীনে পাঁচ বছরের ম্যানেজেরিয়ার পোস্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরো পড়ুন: শিশু সুরক্ষা দফতরে চাকরি
বয়স – উপরিউক্ত পদের ক্ষেত্রে বয়সের বিষয় সেভাবে কিছু উল্লেখ করা হয়নি (WBERC job vacancy 2024)
বেতনক্রম কনসালট্যান্ট পদের ক্ষেত্রে নিয়োগকৃত প্রার্থীদের প্রতি মাসে দেড় লক্ষ (Rs. 150000/-) টাকা করে বেতন দেয়া হবে l এই পদে সম্পূর্ণরূপে ছমাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। 6মাস পড়ে প্রার্থীর কাজকর্মের উপর ভিত্তি করে নিয়োগের মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদন পদ্ধতি এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারিদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পদের জন্য জারি করা বিজ্ঞপ্তিটির নিচে দেওয়া ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে এবং সেই ফরমটি ফিলাপ করে সাথে নিজেদের আপডেটেড বায়োডাটা ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট বা প্রমাণপত্রের জেরক্স কপি ফর্মের সাথে যোগ করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।(WBERC job vacancy 2024)
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ 4 মার্চ ২০২৪ সময় বিকেল 5:00 pm । অসম্পূর্ণ আবেদন পত্রটি বাতিল করা হবে অথবা যদি কোন আবেদন পত্র নির্ধারিত ফরম্যাট অনুসারে ফিলাপ করা না হয় বা ভিন্ন ফরম্যাটে ফিলআপ করা হয়, তাহলে সেটিও বাতিল করা হবে। যে সকল আবেদনকারী পূর্বে এই পদের জন্য আবেদন করেছিলেন তাদেরকে নতুন করে আর আবেদন করতে হবে না। আবেদনপত্রটি সেক্রেটারিকে উদ্দেশ্য করে লিখবেন(WBERC job vacancy 2024)
ঠিকানাটি হলো WBERC, Plot No: AH/S (2 & 4th Floor), Premises No: MAR 16-1111, Action Area-1A, New Town, Rajarhat, Kolkata 700163
নোটিফিকেশন | দেখুন |