News Desk : এবার রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে গ্ৰুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Kolkata High Court Recruitment 2024)। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আসুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য। Kolkata High Court Recruitment 2024
নিয়োগ সংস্থা – Maybright ventures Pvt.Ltd (mPokket)
পদের নাম – Stenographer, Grade – C
শূন্যপদ – ২৫টি
বয়সসীমা – উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন – এখানে বেতন প্রতিমাসে ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে, তবেই আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি প্রার্থীদের টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীকে বেসিক কম্পিউটার অপারেটিং জানতে হবে।
আরো পড়ুন:- বিরাট সুখবর! এবার পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত
নিয়োগ পদ্ধতি – এই পদে ইন্টারভিউ মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন ফি – এই পদে আবেদনের জন্য পোস্টাল অর্ডারের মাধ্যমে তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের ৩০০ টাকা, অন্যান্য প্রাথীদের ৮০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি – উল্লিখিত পদে (Kolkata High Court Recruitment 2024) অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। একটি লিগ্যাল সাইজের (8.5″ x 14″) কাগজে অফিসিয়াল নোটিফিকেশনের নির্দেশ অনুযায়ী আবেদন ফরম্যাট তৈরী করে সেটিকে পূরণ করে আবেদনপত্রের সঙ্গে জরুরি কাগজপত্র, যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি একসঙ্গে যুক্ত করতে হবে। এরপর প্রস্তাবিত আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ – ১৫ই মার্চ, ২০২৪
Official Notification : Download Now
Official Website : Click Here