BU job vacancy 2024 পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্যে সুখবর! এবার পশ্চিমবঙ্গ এই বিশ্ববিদ্যালয়ের এর তরফ থেকে নতুন করে রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বর্ধমান ইউনিভার্সিটির এর তরফে রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকের প্রতিবেদনে পদ, আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে বেতন দেওয়া হবে, ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে? বিস্তারিত আলোচনা করা হলো ।
পদের নাম – প্রাণিবিদ্যা বিভাগের গবেষণা প্রকল্পের জন্যে নিয়োগ করা হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে ।BU job vacancy 2024
শিক্ষাগত যোগ্যতা – প্রাণিবিদ্যা শাখায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার সাথে সাথে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা NET পরীক্ষা পাস করতে হবে গেট পাস ব্যক্তিরাও আবেদন করতে পারেন। সাথে স্পেশাল পেপার হিসেবে ইকোলজি বা ইনভার্মেন্টাল বায়োলজি থাকতে হবে। প্রাথমিক ভাবে প্রার্থীদের জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে 3 বছরের জন্যে নিয়োগ করা হবে পরবর্তীকালে কাজের নিরীখে প্রার্থীদের মেয়াদ বৃদ্ধি করা হবে।BU job vacancy 2024
আরো পড়ুন: যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ
বয়স – উপরিউক্ত পদের ক্ষেত্রে বয়সের বিষয় সেভাবে কিছু উল্লেখ করা হয়নি
বেতনক্রম জুনিয়র রিসার্চ ফেলো পদের ক্ষেত্রে নিয়োগকৃত প্রার্থীদের প্রতি মাসে পঁচিশ হাজার (Rs. 25000/-) টাকা করে বেতন দেয়া হবে lBU job vacancy 2024
আবেদন পদ্ধতি এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারিদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পদের জন্য জারি করা বিজ্ঞপ্তিটির নিচে দেওয়া ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে এবং সেই ফরমটি ফিলাপ করে সাথে নিজেদের আপডেটেড বায়োডাটা ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট বা প্রমাণপত্রের জেরক্স কপি ফর্মের সাথে যোগ করে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। সাথে 250 টাকার ডিম্যান্ড ড্রাফট পাঠাতে হবে। ডিম্যান্ড ড্রাফট টি favour of “Finance Officer, Burdwan University” লিখে দিতে হবে
আবেদন পত্রটি নোটিফিকেশনের 15 দিনের মধ্যে জমা করতে হবে।
ঠিকানাটি হলো
Dr. Anandamay Barik, Professor, Department of
Zoology, The University of Burdwan, Golapbag, Burdwan – 713 104, West Bengal
নোটিফিকেশন | দেখুন |