Civil Services Examination 2024: এবার সিভিল সার্ভিসের পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু! জানুন বিস্তারিত

Published On:

News Desk : অপেক্ষার অবসান! এবার সিভিল সার্ভিস (Civil Services Examination 2024) পরীক্ষার অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  ইতিমধ্যে শুরু হয়ে গেছে ফর্ম ফিলাপ পর্ব। পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো চাকরি প্রার্থী এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। চলুন তবে এই পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। Civil Services Examination 2024

পদের নাম – এখানে Civil Services Examination 2024 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।এখানে যেই পদ গুলিতে নিয়োগ করা হবে তা হলো Indian Administrative Service, Indian Foreign Service, Indian Police Service, Indian Audit and Accounts Service, Group ‘A’, Indian Civil Accounts Service, Group ‘A’, Indian Corporate Law Service, Group ‘A’, Indian Defence Accounts Service, Group ‘A’, Indian Defence Estates Service, Group ‘A’, Indian Information Service, Group ‘A’, Indian Postal Service, Group ‘A’, Indian P&T Accounts and Finance Service, Group ‘A’, Indian Railway Protection Force Service, Group ‘A’, Indian Revenue Service (Customs & Indirect Taxes) Group ‘A’, Indian Revenue Service (Income Tax) Group ‘A’, Indian Trade Service, Group ‘A’ (Grade III), Indian Railway Management Service, Group ‘A’, Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade), Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service (DANICS), Group ‘B’,  Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service (DANIPS), Group ‘B’, Pondicherry Civil Service (PONDICS), Group ‘B’, Pondicherry Police Service (PONDIPS), Group ‘B’

বয়সসীমা – উক্ত পরীক্ষায় (Civil Services Examination 2024) অংশগ্রহন করতে প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে। সরকারি নিয়মানুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা – সকল প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে, তবেই এই পরীক্ষায় বসতে পারবে প্রার্থী।

আরো পড়ুন:- এবার কলকাতা হাইকোর্টে গ্ৰুপ-সি পদে কর্মী নিয়োগ! যোগ্যতা উচ্চ মাধ্যমিক! জানুন আবেদন পদ্ধতি

নিয়োগ পদ্ধতি – এই পদে ইন্টারভিউ মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

আবেদন ফি – এখানে জেনারেল/OBC প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে এবং অন্যান্য প্রার্থীদের কোনোরকম ফি দিতে হবে না।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীরা এখানে (Civil Services Examination 2024) অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনকারীকে প্রথমে upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেন আপনি একবারই করতে পারবেন। তাই সঠিকভাবে তা করতে হবে। এরপরে লগইন করে যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ নিজের কাছে রাখতে হবে।

ফটো আপলোড করার নিয়ম – প্রার্থীকে ১০ দিন পুরোনো কালার ফটো আপলোড করতে হবে। ১০ দিনের বেশি পুরানো ছবি আপলোড করা যাবে না। আবেদনকারীর নাম এবং ছবি তোলার তারিখ, ছবির উপরে পরিষ্কার ভাবে উল্লেখ থাকতে হবে এবং আবেদনকারীর মুখ ছবির ৪ ভাগের ৩ ভাগ জুড়ে দৃশ্যমান থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ – ৫ই মার্চ, ২০২৪

অফিশিয়াল নোটিশ : Download Pdf

আবেদন লিঙ্ক : upsc.gov.in

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad