IPGMER Recruitment 2024: রাজ্যের সরকারি হাসপাতালে নিয়োগ। ভালো বেতন!

Published On:
IPGMER Recruitment 2024 : পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্যে সুখবর! এবার রাজ্যের ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ অ্যান্ড এসএসকেএম হাসপাতালের তরফে INDIAn gallstone: natural course and their predictors( INDIASTONE STUDY) প্রকল্পের অধীনে প্রকল্পের রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।

আজকের এই প্রতিবেদনে পদ, আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে বেতন দেওয়া হবে, ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে? বিস্তারিত আলোচনা করা হলো ।

পদের নাম – জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে

মোট শূন্যপদের সংখ্যা – মোট শূন্য পদের সংখ্যা একটি (১ nos.)

আরো পড়ুন : DSSB তে 5000 এর বেশি পদে নিয়োগ

যোগ্যতা -জেনেটিক্স, লাইফ সায়েন্স,মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ইমিউনোলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, সেল বায়োলজিতে স্নাতকোত্তর (প্রথম শ্রেণী) পাস করতে হবে সাথে নেট/গেট ক্লিয়ার করে থাকতে হবে। এছাড়া 2 বছরের গবেষণাগারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।IPGMER Recruitment 2024

বয়স – প্রতি পদের ক্ষেত্রে বয়স হতে হবে 28 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে। IPGMER Recruitment 2024

বেতনক্রম এই পদের ক্ষেত্রে বেতন 28000 টাকা সাথে 27% HRA যোগ করে প্রতি মাসে 35560 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি এই পদে নিয়োগের ক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষা নেয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রার্থীদের নির্দিষ্ট দিনে নিজেদের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের স্ব প্রত্যায়িত নকল সাথে এক কপি ফটো নিয়ে ১-৩-২০২৪ তারিখে সকাল ১১ টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। সাথে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় ডকুমেন্টসের অরজিনাল কপি নিয়ে যেতে হবে। আবেদনকারীদের কোন প্রকার ইন্টারভিউ লেটার পাঠানো হবে না। ইন্টারভিউ এর ঠিকানাটি নিচে বলা হলো

ঠিকানাটি হলো
Ronald Ross Building, 4th floor, Room no: 10. PGMER, Kolkata।

Notificationclick
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad