Swami Vivekananda Scholarship 2024 : রাজ্যের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে নানা সুবিধা দেওয়া হয়ে থাকে। ছাত্র-ছাত্রীদের নানান সরকারি স্কলারশিপের মাধ্যমে সাহায্য করা হয় সরকারের তরফ থেকে। আর সেরকমই স্কলারশিপের মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship 2024)।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হলো রাজ্যের সরকারি স্কলারশিপগুলির মধ্যে অন্যতম। রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা কয়েকটি যোগ্যতার সাহায্যে এই স্কলারশিপের সুবিধা পান। এই স্কলারশিপের মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীদের অনুদান দেওয়া হয়, যার মাধ্যমে তারা নিজের পড়াশোনা চালাতে পারেন।
এই স্কলারশিপের সুবিধা কারা পায়?
রাজ্যের মাধ্যমিক,উচ্চমাধ্যমিক, স্নাতক,স্নাতকোত্তর বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের সুবিধা পেয়ে থাকেন। আর এই স্কলারশিপ পাওয়ার জন্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক স্তরের মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রতিটি শ্রেণীতে ৬০ শতাংশ নম্বার পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই স্কলারশিপে আবেদনকারী ছাত্র-ছাত্রীর পারিবারিক আয় ২,৫০,০০০ টাকার নিচে হতে হবে।
ছাত্র ছাত্রীরা কত টাকা পেয়ে থাকে ?
ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে ১২,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা বা তারও বেশি টাকার সুবিধা পেয়ে থাকেন। প্রতিটি স্তরের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের টাকা দেওয়া হয়।
আবেদনের শেষ তারিখ
ইতিমধ্যে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং অনেক ছাত্রছাত্রী আবেদন করেছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ইত্যাদির যেসব ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করেছেন তারা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন এবং এখনো পর্যন্ত যেসব ছাত্র-ছাত্রীরা আবেদন করেননি তারা খুব শীঘ্রই আবেদন করুন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Scholarship 2024) সকল স্তরের প্রার্থীরা আগামী ৩১শে মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন করার কিছুদিনের মধ্যে এই স্কলারশিপের অধীনে প্রাপ্য টাকা ছাত্র ছাত্রীরা পেয়ে যাবেন।