RPF Recruitment 2024 : পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্যে সুখবর! এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে আরপিফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।
আজকের এই প্রতিবেদনে পদ, আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে বেতন দেওয়া হবে, ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে? বিস্তারিত আলোচনা করা হলো ।
পদের নাম – রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে আরপিফে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে যে কনস্টেবল ও সাবইন্সপেক্টর এই দুই পদে কর্মী নিয়োগ করা হবে
মোট শূন্যপদের সংখ্যা – মোট শূন্য পদের সংখ্যা 4660 টি যার মধ্যে 4208টি পদে কনস্টেবল ও 452 টি পদে সাবইনস্পেক্টর নিয়োগ করা হবে।RPF Recruitment 2024
যোগ্যতা -কনস্টেবল পদের ক্ষেত্রে প্রার্থীদের যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। অন্যদিকে সাবইন্সপেক্টর পদের জন্য প্রার্থীদের ন্যূনতম স্নাতক হতে হবে।
বয়স – সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে কনস্টেবল পদে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছর থেকে 25 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন।
অন্যদিকে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীরা নূন্যতম ২০ বছর বয়স থেকে 25 বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের যেমন তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর, ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের ৩ বছর এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০ বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি এই পদে নিয়োগের জন্যে আবেদন জানানোর ক্ষেত্রে প্রথমে চাকরিপ্রার্থীদের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর রেজিস্ট্রেশনের নির্দিষ্ট লিংক এ ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ন করতে হবে। রেজিস্ট্রেশন এর জন্যে আবেদনকারীর বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর থাকা বাঞ্ছনীয়। রেজিস্ট্রেশন সম্পূর্ন হলে আবেদনকারী একটি নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন । এরপর সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে পরবর্তী পোর্টালে লগইন করতে হবে এবং রেজিস্ট্রেশনের পরবর্তী ধাপের দিকে এগোতে হবে । অর্থাৎ পরবর্তী উইন্ডোতে একটি অনলাইন ফর্ম ওপেন হবে যেটি সতর্কতার সাথে ফিলাপ করতে হবে। ভুল হলে ফর্ম বাতিল হয়ে যেতে পরে। এবার ফর্মের নির্দিষ্ট স্থানে ফটো নিজের সই ও অন্যান্য ডকুমেন্ট আপলোড করতে হবে তারপর পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর ফর্মটি একবার পুনরায় যাচাই করে সাবমিট করতে হবে।
আবেদন ফি – সাধারণ শ্রেণীর জন্যে 500 টাকা এবং অন্যান্য তফসিলি জাতি ও মহিলাদের জন্যে 250 টাকা আবেদন ফি লাগবে।RPF Recruitment 2024
নিয়োগ প্রক্রিয়া সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি 5টি পর্যায় সম্পন্ন হবে। প্রথম পর্যায় অনলাইনে লিখিত
পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় উত্তীর্ণদের শারীরিক পরীক্ষায় ডাকা হবে শারীরিক পরীক্ষায় (PMT and PET) পাস করবেন তাদের মেডিক্যাল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে তারপরে চূড়ান্ত মেরিট লিস্ট দেওয়া হবে।RPF Recruitment 2024
আরো পড়ুন: সরকারি হাসপাতালে নিয়োগ
লিখিত পরীক্ষাটি ১২০ নম্বরের MCQ টাইপ এর পরীক্ষা নেওয়া হবে যার সময় ১ ঘন্টা ৩০ মিনিট। মোট ১২০ টি প্রশ্ন থাকে। যার মধ্যে ৩৫ টি প্রশ্ন পাটিগণিত সংক্রান্ত, ৩৫ টি প্রশ্ন জেনারেল এন্টালিজেন্স এবং রিজিনিং সংক্রান্ত, বাকি ৫০ টি প্রশ্ন জেনারেল স্টাডিজ সংক্রান্ত।RPF Recruitment 2024
আবেদনকারীর শারীরিক সক্ষমতার পরীক্ষার ক্ষেত্রে কনস্টেবল পদে আবেদনকারি পুরুষ প্রার্থীদের 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে। সাথে ১৪ ফুট লং জাম্প করতে হবে এবং ৪ ফুটRPF Recruitment 2024 হাই জাম্প করতে হবে । মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৩ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে । ৯ ফুট লং জাম্প এবং ৩ ফুট হাই জাম্প করতে হবে।
সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে । ১২ ফুট লং জাম্প করতে হবে এবং ৩ ফুট ৯ ইঞ্চি হাই জাম্প করতে হবে। মহিলা প্রার্থীদের ৪ মিনিটের মধ্যে ৮০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে । সাথে ৯ ফুট লং জাম্প এবং ৩ ফুট হাই জাম্প করতে হবে।
সাধারণ জাতিভুক্ত প্রার্থী এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৬৫ সেন্টিমিটার। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৬০ সেন্টিমিটার। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৬৩ সেন্টিমিটার।