WB Group D Recruitment 2024: আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে দারুন একটি সুখবর। সম্প্রতি রাজ্যের একটি জেলার পক্ষ থেকে গ্রুপ ডি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে কীভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা, মাস মাইনে, বয়সসীমা, মোট শুন্যপদ ইত্যাদি সম্পর্কে আজ আমরা এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নিই এক নজরে।
পদের নাম – Pujari-Cum-Bhogpachak
মোট শূন্যপদ – ৭টি
বয়সসীমা – এখানে আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে, তবেই সেই প্রার্থী আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন।
বেতন – বেতন সম্পর্কিত কোনো তথ্য অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, তবে এই পদে সরকারি নিয়মানুসারে গ্রুপ ডি পদের যা বেতন হয়, প্রার্থীকে সেই বেতনই দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা – এই পদে (WB Group D Recruitment 2024 ) আবেদন করার জন্য প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে আবেদনকারীর এবং এর পাশাপাশি, সংস্কৃতে ভালো জ্ঞান থাকতে হবে, হিন্দু দেবদেবী ও তাঁদের পুজো দেবার পদ্ধতি জানতে হবে।
নিয়োগ পদ্ধতি – এখানে (WB Group D Recruitment 2024 ) প্রার্থীদের তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে, লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা পাশ করবেন তাদের পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সবশেষে তৃতীয় ধাপ অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করার মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে।
আরো পড়ুন:- কলকাতা পুলিশে কনস্টেবল/লেডি কনস্টেবল নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের এখানে (WB Group D Recruitment 2024 ) অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিশিয়াল নোটিশ ও আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন ফর্ম A4 পেপারে প্রিন্ট করে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করার পর পাসপোর্ট সাইজের ছবির উপরে সই করে আবেদন ফর্মের উপর আঠা দিয়ে সেটে দিতে হবে। এবার সেই পূরন করা আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্ট একটি মুখবন্ধ খামের ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই আবেদন সম্পন্ন হবে।
আবেদন ফর্ম জমা দেবার ঠিকানা– To The Secretary, Debuttor Trust Board, MJN Road, Madan Mohan Temple, Cooch Behar – 736101 (WB)।
আবেদনের শেষ তারিখ – ১৮মার্চ, ২০২৪ (বিকেল ৩টে পর্যন্ত)
নোটিশ ও আবেদন ফর্ম : Download Pdf