RRB Recruitment 2024: সুখবর! এবার শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পূর্ব রেলওয়ের তরফ থেকে পশ্চিমবঙ্গের শিয়ালদহ ডিভিশনের হল্ট কন্ট্রাক্টর পদে অর্থাৎ টিকিট বিক্রির জন্যে প্রচুর কর্মী নিয়োগ ( RRB Recruitment 2024) হতে চলেছে।
আসুন জেনে নেওয়া যাক এই পদের জন্যে কিভাবে দরখাস্ত করবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়সের মাপকাঠি ইত্যাদি বিষয়ে।
পদের নাম নদীয়া জেলার বাহিরগাছি থেকে ভায়না হল্ট স্টেশনের মাঝের শান্তিনগর হল্ট স্টেশনের জন্যে হল্ট কন্ট্রাক্টর নিয়োগ করতে চলেছে পূর্ব রেলওয়ে। এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি আজকের প্রতিবেদনে।
এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারিকে অবশ্যই নদীয়া জেলার সংশ্লিষ্ট হল্ট স্টেশন বা তার কাছাকাছি অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।এরজন্য আধার কার্ড / ভোটার কার্ড /পাসপোর্ট ডকুমেন্টস হিসাবে দিতে হবে।RRB Recruitment 2024
আরো পড়ুন: সেন্ট্রাল ব্যাংকে প্রচুর শিক্ষানবিশ নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্যে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।এবং শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এই পদের জন্যে যে কেউ আবেদন করতে পারে।
বয়স -এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে । বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রত্যয়িত নকল জমা দিতে হবে।
বেতন – এই পদের জন্যে কমিশন ভিত্তিক বেতন দেওয়া হবে, দৈনিক টিকিট বিক্রির পরিমাণের ওপর এই কমিশনের পরিমাণ নির্ভর করবে, আরো বিস্তারিত জানতে www.er.indianrailways.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদন প্রক্রিয়া – এই পদের জন্যে আবেদন করতে হবে অফলাইনে। অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে নিতে হবে এরপর ত পূরণ করে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নিম্ন লিখিত ঠিকানায় রেজিস্টার পোস্টের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে 2000 টাকা সিকিউরিটি মানি জমা নেওয়া হবে।
দরখাস্ত পাঠানোর ঠিকানা– Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building, Room No.44, Kaizer Street, Kolkata -700014 এই ঠিকানায় 18/03/2024 তারিখের মধ্যে আবেদন করতে হবে। হল্ট কন্ট্রাক্টর হিসেবে 5 বছরের চুক্তিতে প্রাথমিক ভাবে নিয়োগ করা হবে
নোটিফিকেশন | দেখুন |