Daily Current Affairs 9th March 2024 : WBPSC পরীক্ষা যথাক্রমে WBCS, PSC ক্লার্কশিপ, PSC বিবিধ, ফুড SI এবং অপরদিকে রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার জন্য এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা সমস্ত গুরুত্বপূর্ণ বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আলোচনা করতে চলেছি, যা আপনাদের জ্ঞান বৃদ্ধি করবে এবং এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রতিনিয়ত অধ্যায়ন করলে আপনি পরীক্ষায় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। চলুন তবে দেখে নেওয়া যাক যাক ৯ই মার্চের সমস্ত গুরুত্বপূর্ণ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি।
১) PM চিত্রকূটে আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রকল্পের উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধ্যপ্রদেশে ১১৮ কোটি ৭২ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। এই প্রকল্পগুলি স্বদেশ দর্শন ২.০ প্রকল্প এবং প্রসাদ প্রকল্পের অধীনে। প্রধানমন্ত্রী চিত্রকূটে “ চিত্রকূট ঘাটে আধ্যাত্মিকতার অভিজ্ঞতা ” প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি প্রায় ২৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে গঙ্গার ঘাটের মানোন্নয়ন ও উন্নয়নের ভূমিপূজনও করেন ।
২) ভারতের জাতীয় সংরক্ষণাগারের ১৩৪তম প্রতিষ্ঠা দিবসে ডিজিটাল প্রদর্শনী “সুভাষ অভিনন্দন” এর সূচনা
ভারতের জাতীয় সংরক্ষণাগারের ১৩৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ১১ই মার্চ নয়াদিল্লিতে “সুভাষ অভিনন্দন” নামে একটি ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করবেন। ভারতের ন্যাশনাল আর্কাইভস দ্বারা সংগঠিত এই প্রদর্শনীটি সুভাষ চন্দ্র বসুর জীবনের স্মৃতিচারণ করে, যেখানে তাঁর জন্ম থেকে বর্তমান দিন পর্যন্ত মূল দিকগুলিকে কভার করে ১৬টি বিভাগ রয়েছে।
৩) বিচম অরুণাচল প্রদেশের ২৭তম জেলায় পরিণত হয়েছে
বিচমকে অরুণাচল প্রদেশের ২৭তম জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী পেমা খান্ডু উদ্বোধনী অনুষ্ঠানের নেতৃত্ব দেন, যা এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত। ফেব্রুয়ারিতে, রাজ্য বিধানসভা অরুণাচল প্রদেশ বিল ২০২৪ পাস করেছে, যেখানে বিচোম এবং কেই প্যানিওর জেলা তৈরির কথা উল্লেখ রয়েছে। বিচম জেলা পশ্চিম কামেং থেকে ২৭টি এবং পূর্ব কামেং থেকে ২৮টি গ্রাম নিয়ে গঠিত।
আরো পড়ুন:- প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | ৮ মার্চ 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স
৪) নো স্মোকিং ডে ২০২৪
প্রতি বছর, ধূমপানের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বজুড়ে ধূমপানমুক্ত দিবস পালিত হয়। এটি মানুষকে ধূমপান ত্যাগ করতে উৎসাহিত করে এবং ধূমপানমুক্ত পরিবেশের গুরুত্ব প্রচার করে। প্রতি বছর ১৩ই মার্চ ধূমপানমুক্ত দিবস পালন করা হয়। ধূমপান মুক্ত দিবস ২০২৪- এর থিম হলো ‘তামাক শিল্পের হস্তক্ষেপ থেকে শিশুদের রক্ষা করা।’
৫) সুধা মূর্তি রাজ্যসভায় মনোনীত
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখিকা ও সমাজসেবী সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনীত করেছেন । প্রধানমন্ত্রী মোদি এটি ঘোষণা করেছেন এবং সুধা মূর্তিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে তার অবদান “অসাধারণ এবং অনুপ্রেরণাদায়ক”। সুধা মূর্তি একজন ভারতীয় শিক্ষাবিদ, লেখিক, সমাজসেবী এবং ইনফোসিস ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারপার্সন। তিনি গেটস ফাউন্ডেশনের জনস্বাস্থ্যসেবা উদ্যোগেরও একজন সদস্য।মূর্তি, হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভারতের মূর্তি ক্লাসিক্যাল লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন।
৬) স্বয়ংসম্পূর্ণ AI অগ্রগতির জন্য ভারত একটি ১০ হাজার GPU সুপার কম্পিউটার তৈরি করবে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার ইন্ডিয়াএআই মিশনের জন্য নতুন ১.২৪ বিলিয়ন ডলার বিনিয়োগ অনুমোদন করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো স্ক্র্যাচ থেকে একটি সর্ব-ভারতীয় AI ইকোসিস্টেম তৈরি করা, ভারতের প্রযুক্তিগত দক্ষতাকে শক্তিশালী করা এবং AI-তে উদ্ভাবনকে উৎসাহিত করা।