Food SI 2024 1st Shift GK Questions (WBPSC Food SI Question Paper 2024)

Published On:

WBPSC Food SI Question Paper 2024 : আজ অর্থাৎ ১৭ই মার্চ শুরু হয়েছে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের লিখিত পরীক্ষা। আমরা সকলের জন্য তাই নিয়ে হাজির হয়েছি ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024, যেখাবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে আজ অনুষ্ঠিত ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের লিখিত পরীক্ষায় আসা জিকে প্রশ্নগুলি দেওয়া হলো (WBPSC Food SI Question Paper 2024)। এই পরীক্ষার প্রশ্নপত্রগুলি পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে পুনরায় জমা নিয়ে নেওয়া হয়েছিল। আমরা কিছু স্টুডেন্টদের সঙ্গে কথা বলে এই প্রশ্নগুলো জানতে পেরেছি। এই প্রশ্নগুলি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মেমোরি বেসড প্রশ্ন। আসুন দেখে নেওয়া যাক এক নজরে।

Food SI 2024 1st Shift GK Questions (WBPSC Food SI Question Paper 2024)

২০২৩ সালে এশিয়ান গেমস ভারত কতগুলো গোল্ড মেডেল পেয়েছে

সর্বাধিক রক্তদাতা কোন গ্রুপ কে বলা হয়

আখ উৎপাদনে প্রথম কোন রাজ্য

সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি

ছত্রপতি কার উপাধি ছিল-

নারী দিবস কত তারিখে পালিত হয়-

কোন দেশ কাস মে মোবাইল ফোন ট্যার নিষিদ্ধ কারন-

কুমিরের কান্না কথাটির অর্থ কি-

ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন-

পিতল কি দিয়ে তৈরি হয়-

তারাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল-

হিরোশিমা দিবস কবে পালন করা হয়-

আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে লেখেন-

পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়-

আকবরের রাজ্যসভায় সঙ্গীতজ্ঞ কে ছিলেন-

দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর জোর দেওয়া হয়।

আরো পড়ুন:- Food SI 2024 2nd Shift GK Questions

ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পান-

কলকাতা কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন-

পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়

নেফা কোন রাজ্যকে বলা হয়

উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়

মত্ত বিলাস প্রহসন কে লিখেছে-

কৌটিল্য গ্রন্থ কে লিখেছেন-

ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কবে হয়েছিল

পশ্চিমঘাট ও পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে-

লেকটাক হ্রদ কোথায় অবস্থিত

সর্বকনিষ্ঠ মহিলা পর্বতারোহী কে ছিলেন-

কাবুলের পাট্টা ব্যবস্থা কে প্রচলন করেন

রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়

দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত

ম্যাকমোহন লাইন-

মানুষের বর্ণ ও রঙের জন্য দায়ী-

কলকাতা নামকরণ করেন কে-

কম্পিউটারের আবিষ্কর্তা নাম কি-

ভারতের শেষ ভাইসরয় এর নাম কি- 36. রাষ্ট্রপতি কার দ্বারা নিযুক্ত হন

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad