News Desk : সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্টুডেন্ট উইক (Students Week) পালন করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। জানুয়ারি মাসের ২ থেকে ৮ তারিখ পর্যন্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে পালন করা হবে স্টুডেন্ট উইক। শিক্ষা দপ্তর থেকে স্টুডেন্ট উইক পালন করার বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় কি কি বলা হয়েছে আসুন জেনে নেওয়া যাক।
স্টুডেন্ট উইক কি?
হাতে গোনা কটা দিন পরই নতুন বছর শুরু। আর নতুন বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসের ২ থেকে ৮ তারিখ পর্যন্ত শিক্ষা দপ্তর, স্টুডেন্ট উইক পালন করার নির্দেশ দিয়েছে সরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য রাজ্য সরকার যে সকল প্রকল্পগুলি চালু করেছে সেই প্রকল্পগুলিকে কার্যকর করার জন্য মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকার সৃষ্ট সেই সকল প্রকল্পগুলি প্রচার করা হবে।
নির্দেশিকায় কি কি বলা হয়েছে?
শিক্ষা দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে যে, স্টুডেন্ট উইকের কর্মসূচিতে Book Day- এর দিনে পুস্তক বণ্টন করা হবে এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা দিয়ে এই প্রচার চালানোর কাজ শুরু করতে হবে। এর পাশাপাশি নির্দেশিকায় আরো বলা হয়েছে যে, জানুয়ারি মাসের ২ থেকে ৮ তারিখ পর্যন্ত দুই ঘণ্টা করে বেলা ১১টা থেকে ১ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করতে হবে স্কুল কর্তৃপক্ষকে, যাতে এই কর্মসূচি সঠিকভাবে পালিত হয় সেই বিষয়েই জেলা শাসককে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি এই কর্মসূচি পালনের জন্য একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে নির্দেশিকায়। এই কর্মসূচি পালনের জন্য সব রকম ভাবে উদ্যোগী হতে বলা হয়েছে জেলার শিক্ষা আধিকারিকদের। এই সময়ে বিশেষ কারণ ছাড়া কোনো স্কুল শিক্ষক অনুপস্থিত থাকতে পারবেন না বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।