SSC Recruitment Case : শুনানি শেষ হলো SSC নিয়োগ দুর্নীতি মামলার ! বঞ্চিত চাকরিপ্রার্থীদের কি চাকরির আশা রয়েছে? জানুন

Published On:

SSC Recruitment Case : বর্তমানে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির মামলা চলছে। এখনো বেশ কিছু মামলার শুনানিও চলছে। অনেকদিন থেকেই রাজ্যের বিভিন্ন স্তরের দপ্তরগুলি যথাক্রমে প্রাইমারি, আপার প্রাইমারি, পৌরসভাতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠছে। প্রায় তিন মাস ধরে কলকাতা হাইকোর্টে (High Court) পূর্ববর্তী এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছিল। অবশেষে আশার আলো দেখা গেছে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য। কলকাতা হাইকোর্ট এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ করেছে। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।

শেষ হলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি

হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রিসিদির বেঞ্চে প্রায় সাড়ে তিন মাস সময় ধরে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার (SSC Recruitment Case) শুনানি হয়। গতবছর ৫ই ডিসেম্বর থেকে এই মামলার মূল পর্বের শুনানি শুরু হয়েছিল, যা বর্তমানে শেষ হয়েছে বলে কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গেছে। বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ অনুযায়ী, এসএসসি নিয়োগ প্রক্রিয়ার নিয়োগ প্রক্রিয়া হয়েছে নিয়মের বাইরে।

আরো পড়ুন:- সুখবর! ইন্টারভিউ মাধ্যমে BSK দপ্তরে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বললেন?

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই প্রসঙ্গে  জানিয়েছিলেন যে, এসএসসি নিয়োগ দুর্নীতি আগে থেকেই সুপরিকল্পনা করে ঘটানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্যপদের থেকেও বেশি সংখ্যক প্রার্থীকে চাকরিতে নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক স্তরে যে সকল ব্যক্তিরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যে পরিমাণ টাকার দিয়ে চাকরিপ্রার্থীরা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, সেই টাকা উদ্ধারেরও পরিকল্পনা করা উচিত বলে তিনি জানিয়েছেন। এমনকি তিনি আরো বলেছেন যে, এই মামলার প্রেক্ষিতে আদালত যদি দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ না নেয়, তাহলে এই ধরনের অপরাধ পুনরায় ঘটবে।

উল্লেখ্য, মামলার শুনানি শেষ হলেও বর্তমানে রায়দান স্থগিত রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এই মামলার রায় ঘোষণা হলে পুনরায় নিয়োগ করা হবে বলেই আশা করছেন বঞ্চিত চাকরির প্রার্থীরা।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad