News Desk : রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে ব্যবহার হয়। অনেক সময় রেশন কার্ডে অনেক তথ্য ভুল থাকে, যেমন নাম, পিতার নাম, জন্ম তারিখ বা ঠিকানা। সেইসময় অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, তবে এখন যেকোনোরকম সমস্যা হলে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই আপনি রেশন কার্ড সংশোধন করতে পারবেন। এখন আর রেশন কার্ড সংশোধনের জন্য রেশন ডিলারের কাছে যেতে হবে না। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে, রেশন কার্ড অনলাইনে সংশোধন করার জন্য অবশ্যই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, আর আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি আপনার রেশনকার্ডে থাকা কোনো সংশোধন করবেন।
রেশন কার্ড সংশোধনের পদ্ধতি
রেশন কার্ড সংশোধ করার জন্য পশ্চিমবঙ্গের দপ্তরের অফিসিয়াল ওয়েব সাইট https://food.wb.gov.in এ প্রবেশ করে, রেশন কার্ডের উপর ক্লিক করে Apply for correction in the existing ration card এর উপর ক্লিক করতে হবে। সেখানে রেশন কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। লগইন করার সাথে সাথে ওই পরিবারের সমস্ত রেশন কার্ডের নম্বর, নাম, কার্ডের ক্যাটাগরি সমস্ত দেখা যাবে। এবার এখানে From 5 এ ক্লিক করতে হবে। সেখানে রেশন কার্ড হোল্ডারের নাম, ঠিকানা, জন্মতারিখ, বাবার নাম অথবা স্বামীর নাম, জেন্ডার প্রভৃতি যা যা ভুল আছে, তা সব কিছু সংশোধন করে নিতে হবে। এরপর ডকুমেন্ট হিসাবে আপলোড করার জন্য 100 KB এর মধ্যে PDF করতে হবে। ডকুমেট হিসাবে যা কিছু আপলোড করছেন, তা যেন আপনার রেশন কার্ডে দেওয়া তথ্যের সঙ্গে মেলে তা যাচাই করে নেবেন এবং দেখবেন ডকুমেন্টের মধ্যে নাম, ঠিকান, জন্মতারিখ সঠিক ভাবে যেনো উল্লেখ থাকে। এরপর নিচে সঠিক ঠিকানা বসিয়ে Next এ ক্লিক করতে হবে। এরপর GET OTP তে ক্লিক করে রেজিস্টার মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে সাবমিট করার পর OTP সঠিক ভাবে সাবমিট হয়ে গেলে রেশন কার্ড সংশোধনের আবেদন জমা হয়ে যাবে। কিছুদিন পরে রেশন কার্ড সংশোধন হলো কিনা তা জানার জন্য স্ট্যাটাস চেক দেখে নেবেন। আসুন এবার বলা যাক কিভাবে এই স্ট্যাটাস চেক করবেন।
রেশন কার্ড স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
স্ট্যাটাস চেক করার জন্য https://food.wb.gov.in/ ওয়েব সাইটে প্রবেশ করে সেখানে CHECK STATUS OF RATION CARD APPLICATION এর উপর ক্লিক করতে হবে। এখান থেকে ফর্ম টাইপ সিলেক্ট করতে হবে এবং নিচে মোবাইল নম্বর বসিয়ে ক্যাপচার কোড বসিয়ে সার্চে ক্লিক করতে হবে। তারপর সেখানে রেশন কার্ড সংশোধনের স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন।