WB Gram Panchayat Practice Set-08 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-08)
Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-08 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-08)
প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।
আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।
প্রশ্ন. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে ?
উত্তর:- 1913 সালে
প্রশ্ন. কোন বিষয়ের উপর ভয় কে “হেমোফোবিয়া” বলে ?
উত্তর:- রক্ত
প্রশ্ন. বাতাসের আপেক্ষিক আদ্রতা পরিমাপক যন্ত্রটির নাম কি ?
উত্তর:- হাইগ্রোমিটার
প্রশ্ন. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার কোন গ্রিক রাষ্ট্রদূত কে পাঠানো হয়েছিল ?
উত্তর:- মেগাস্থিনিস
প্রশ্ন. মানব উন্নয়ন সূচকে (HDI) 2019 সালে ভারতের র্যাঙ্ক কত ছিল ?
উত্তর:- 129 তম
প্রশ্ন. বিজ্ঞানের কোন বিষয়ের অধ্যয়ন কে ‘পেডোলজি’ বলে ?
উত্তর:- মাটি বিষয়ক
প্রশ্ন. কে ‘দীন-ই-ইলাহী’ ধর্ম শুরু করেছিলেন ?
উত্তর:- আকবর
প্রশ্ন. ‘Revolution 2020’ বইটির লেখক কে ?
উত্তর:- চেতন ভগত
প্রশ্ন. হেপাটাইটিস কি গঠিত রোগ ?
উত্তর:- ভাইরাস
প্রশ্ন. কোন আয়ন রক্ত তঞ্চনে সাহায্য করে ?
উত্তর:- ক্যালশিয়াম
প্রশ্ন. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
প্রশ্ন. মানুষের লালারসে কোন ধরনের উৎসেচক থাকে ?
উত্তর:- অ্যামাইলেজ
প্রশ্ন. শিবসুমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর:- কাবেরী
প্রশ্ন. প্রথম বৌদ্ধ সম্মেলনের পৃষ্ঠপোষক কে হয়েছিলেন ?
উত্তর:- অজাতশত্রু
প্রশ্ন. কেলকার কমিটির প্রতিবেদনের বিষয় কি ছিল ?
উত্তর:- ভারতের কর ব্যবস্থা
প্রশ্ন. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- সতীশচন্দ্র বসু
প্রশ্ন. ‘প্যারাডাইস লস্ট’ কে লিখেছেন ?
উত্তর:- মিলটন
প্রশ্ন. ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্ত করা হয়েছে কোন বছরে ?
উত্তর:- 1976
প্রশ্ন. কিসের অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয় ?
উত্তর:- নাইট্রোজেন
প্রশ্ন. ভারতের রাষ্ট্রপতি হতে হলে তার সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন ?
উত্তর:- 35 বছর
প্রশ্ন. 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর:- লাল লাজপাত রায়
প্রশ্ন. বানিহাল গিরিখাতটি কোন পর্বতে অবস্থিত ?
উত্তর:- পিরপাঞ্জাল
প্রশ্ন. রোভারস কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর:- ফুটবল
প্রশ্ন. নিউট্রন কে আবিষ্কার করেন ?
উত্তর:- জেমস চ্যাডউইক
প্রশ্ন. ইউরেনিয়ামের তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন অন্তিম যৌগটি কি ?
উত্তর:- লেড
প্রশ্ন. পুলিতজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর:- সাহিত্য এবং সংবাদমাধ্যম
প্রশ্ন. প্রাণীর দাঁত এবং হাড়ের মুখ্য উপাদান কোনটি ?
উত্তর:- ক্যালশিয়াম ফসফেট
প্রশ্ন. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
উত্তর:- সিয়াচেন
প্রশ্ন. মিনামাটা রোগের জন্য কোন দূষণ দায়ী ?
উত্তর:- পারদ
প্রশ্ন. SAARC – এর সদর দপ্তর কোথায় ?
উত্তর:- কাঠমান্ডু
প্রশ্ন. প্লানিং কমিশন কবে গঠিত হয়েছিল ?
উত্তর:- 1950
প্রশ্ন. স্যালল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:- জম্মু ও কাশ্মীর
প্রশ্ন. অর্জুন ও দ্রোনাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর:- খেলা
প্রশ্ন. স্বায়ত্ত শাসনের জনক কে ?
উত্তর:- লর্ড রিপন
প্রশ্ন. দশম শিখগুরুর পদ কে অলংকৃত করেন?
উত্তর:- গুরু গোবিন্দ সিংহ
প্রশ্ন. কলকাতা মেডিক্যাল কলেজ কবে স্থাপিত হয়?
উত্তর:- ১৮৩৫ সালে
প্রশ্ন. মিলিন্দ পঞ্চহো কে লিখেছিলেন?
উত্তর:- নাগসেন
প্রশ্ন. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়?
উত্তর:- বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে
প্রশ্ন. উত্তর -পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়?
উত্তর:- শিলিগুড়ি
প্রশ্ন. কমলালেবুর শহর বলে কোন জায়গা পরিচিত?
উত্তর:- নাগপুর
প্রশ্ন. উপ রাষ্ট্রপতিকে পদ থেকে অপসারণ করার প্রস্তাব কার্যকর করতে কার অনুমোদন প্রয়োজন?
উত্তর:- লোকসভার
প্রশ্ন. ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু কোনটি ?
উত্তর:- প্লাসমোডিয়াম ভাইভক্স
প্রশ্ন. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- ডিরোজিও
আরো পড়ুন:- | Click Here |