News Desk : মৌমাছির নাম শুনলে আমরা ভয় পাই। সেই ভয় কাটিয়ে উঠে অনেকেই কয়েকটি সুকৌশল অবলম্বন করে কয়েকমাসের মধ্যে নিজের মৌমাছি চাষের ব্যবসাকে অন্যতম জীবিকা হিসাবে গ্রহণ করেছেন। মৌমাছি চাষ হলো অন্যান্য ব্যাবসার মতো একটি লাভজনক ব্যবসা। বাড়িতে একটি ঘর বা উঠোনের মতো ফাঁকা জায়গা থাকলে সেখানে অনায়াসে মৌমাছি চাষ করা যায়, তবে যেহেতু মধু এবং মোমের চাহিদা সারাবছর থাকে, তাই বর্তমানে ভারতবর্ষে মৌমাছি চাষের ব্যবসা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে শুরু করবেন এই ব্যবসা।
কীভাবে প্রস্তুতি নেবেন?
যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, কিন্তু কম খরচে ব্যবসা শুরু করার জন্যে ভাবছেন, তাদের জন্য মৌমাছি চাষ হলো সেরা বিকল্প। এবার আসি এই ব্যবসা শুরু করার জন্যে কীভাবে প্রস্তুতি নেবেন, কি কি কাজ করতে হবে সেই সকল বিষয় সম্পর্কে। প্রথমেই বলি মৌমাছি চাষ করার জন্যে কয়েকটি কাঠের বাক্সের প্রয়োজন, যেহেতু মৌমাছির বংশবৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়, তাই ২টি বাক্স থেকে মৌমাছি চাষ শুরু করলে কয়েকমাসের মধ্যেই সেটা ৬ টা বা ৭ টা বাক্স হয়ে যাবে। বছরে ৬ মাস এই ব্যবসা করা হয় এবং সেখান থেকেই বেশ মোটা পরিমানে লাভও করা যায়।
অল্প সময়ে দ্রুত আয়
মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে লাভও পাওয়া যায় অধিক। বাণিজ্যিকভাবে মৌমাছি পালন করার ব্যবসাটি সবচেয়ে লাভজনক, যা আপনাকে খুব অল্প সময়ে দ্রুত আয় করাতে পারে। যেহেতু মধুর স্বাস্থ্যগত সুবিধা এবং গুণগত মান বাজারে খুব বেশি, ইচ্ছার পুজো বা যেকোনো অনুষ্ঠানেও মধু একটি অন্যতম উপাদান হিসাবে ব্যবহৃত হয়, তাই সারাবছর মধুর বেশ ভালোরকম চাহিদা রয়েছে। এই ব্যবসার বিপণনের প্রয়োজন নেই। হোলসেল মার্কেট থেকে সহজেই মধু বিক্রি করা যায় আর কাঁচামাল কেনারও প্রয়োজন হয় না। তাই অনেকেই সাধারণ ব্যবসা থেকে এই সব ব্যবসার প্রতি ঝুঁকছেন।
বছরে ৬ কেজি মধু থেকে দশ- বারো হাজার টাকা উপার্জন
কৃত্রিমভাবে চারটি বাক্সে মৌমাছি প্রতিপালন করে বছরে কুড়ি কেজি মধু পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ পঞ্চায়েতের খালিনার বাসিন্দা অশোক মণ্ডল। কাঠের বাক্সে বিজ্ঞানসম্মত উপায়ে চাক বসিয়ে মৌমাছি প্রতিপালন করছেন তিনি। প্রতি কেজি খাঁটি মধু বিক্রি করেন চারশো টাকায়। একটি বাক্স থেকে বার্ষিক ছয় কেজি-দশ কেজি মধু সংগ্রহ করেন। এরফলে অন্যান্য কাজের পাশাপাশি বছরে এক একটি বাক্স থেকে দশ বারো হাজার টাকা উপার্জন করতে পারা যায়। ঘরে বসে না থেকে মৌমাছি প্রতিপালন করে স্বনির্ভর হওয়া যায় সহজে।