WB Gram Panchayat Practice Set-16 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট, রইলো বাছাই করা কিছু প্রশ্ন

Published On:

WB Gram Panchayat Practice Set-16 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-16)

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-16 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-16)

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

tarak panchyat

প্রশ্ন. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তর:- হুগো দ্যা ভ্রিস

প্রশ্ন. কাগজ শিল্পে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় ?

উত্তর:- ব্যাসিলাস সাবটিলিস

প্রশ্ন. পাইরিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?

উত্তর:- ভিটামিন C

প্রশ্ন. কোন ভিটামিনের অভাবে কিডনি তে পাথর সৃষ্টি হয় ?

উত্তর:- ভিটামিন A

প্রশ্ন. রৌফ নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?

উত্তর:- জম্মু কাশ্মীর

প্রশ্ন. হুসেন সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর:- তেলেঙ্গানা

প্রশ্ন. কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তর:- মনিপুর

প্রশ্ন. Hansen’s Disease কোন রোগ কে বলা হয় ?

উত্তর:- লেপ্রোসি বা কুষ্ঠ

প্রশ্ন. RTI এক্ট কবে থেকে চালু হয় ?

উত্তর:- ২০০৫ সালে

প্রশ্ন. ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কবে হয়েছিল ?

উত্তর:- ১৯৭২ সালে

প্রশ্ন. যকৃৎ নিয়ে পড়াশোনা কে কি বলা হয় ?

উত্তর:- হেপাটোলজি

প্রশ্ন. প্রধানমন্ত্রী আবাস যোজনা কবে থেকে চালু হয় ?

উত্তর:- জুন , ২০১৫

প্রশ্ন. মাইক্রোওভেন কে আবিষ্কার করেন ?

উত্তর:- পার্সি স্পেন্সর

প্রশ্ন. রামনাথ গোয়েঙ্কা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

উত্তর:- সাংবাদিকতা

প্রশ্ন. মানবদেহের কোন অঙ্গকে ‘মিরর অফ ডিজিজ’ বলা হয় ?

উত্তর:- জিহ্বা

প্রশ্ন. পাকরসের প্রধান উৎসেচক কোনটি ?

উত্তর:- পেপসিন

প্রশ্ন. কোশচক্রের দীর্ঘতম দশাটির নাম কি ?

উত্তর:- ইন্টারফেজ দশা

প্রশ্ন. কচু শাকে কোন মৌল বেশি থাকে ?

উত্তর:- লৌহ

প্রশ্ন. বদ্ধ ঘরে ফ্রিজের দরজা খোলা রাখলে ঘরের তাপমাত্রার কি পরিবর্তন হবে ?

উত্তর:- তাপমাত্রা বাড়বে

প্রশ্ন. অনুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয় ?

উত্তর:- ডালটন

প্রশ্ন. একটি মাত্রাহীন রাশি যার একক আছে ?

উত্তর:- কোন

প্রশ্ন. জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা যায় ?

উত্তর:- জিওলাইট

প্রশ্ন. ‘হার্ট অফ হার্ট’ কাকে বলা হয় ?

উত্তর:- হিজের বান্ডিল

প্রশ্ন. কোন হরমোন রক্তচাপ বাড়ায় ?

উত্তর:- অ্যাড্রিনালিন হরমোন

 প্রশ্ন. কত সালে পরিবেশ সম্পর্কিত মন্ট্রিয়েল চুক্তি হয়েছিল ?

উত্তর:- ১৯৮৭ সালে

 প্রশ্ন. কত সাল থেকে ভারতের পরিবেশ রক্ষা আইন চালু হয় ?

উত্তর:- ১৯৮৬ সালে

 প্রশ্ন. রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে ?

উত্তর:- ৩৫ বছর

 প্রশ্ন. ভারতের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল (NDC) কবে গঠিত হয় ?

উত্তর:- ১৯৫২ সালে

 প্রশ্ন. প্রফেসর সি রঙ্গরাজন এর মডেল অনুযায়ী কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরী হয় ?

উত্তর:- ১১ তম

 প্রশ্ন. প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা কবে থেকে চালু হয় ?

উত্তর:- ২০০০ সাল

 প্রশ্ন. কয়েন তৈরী তে কোন মিশ্র ধাতুর ব্যবহার করা হয় ?

উত্তর:- মুঞ্জ মেটাল

আরো পড়ুন:-Click Here
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad