WB Gram Panchayat Practice Set-21 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট, রইলো বাছাই করা কিছু প্রশ্ন

Published On:

WB Gram Panchayat Practice Set-21 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-21)

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-21 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-21)

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

tarak panchyat

প্রশ্ন. জাহাজের সঠিক অবস্থান নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় ?

উত্তর:- ক্রোনোমিটার

প্রশ্ন. পারমানবিক তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্র কোনটি ?

উত্তর:- গাইগার কাউন্টার

প্রশ্ন. ঘুম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ?

উত্তর:- হিপনোলজি

প্রশ্ন. তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে শব্দের তিক্ষ্ণতার কি পরিবর্তন হয় ?

উত্তর:- কমে যায়

প্রশ্ন. অরণ্য সপ্তাহ কবে পালন করা হয় ?

উত্তর:- ১৪ – ২০ জুলাই

প্রশ্ন. শকাব্দ কবে থেকে শুরু হয় ?

উত্তর:- ৭৮ খ্রিস্টাব্দে

প্রশ্ন. স্থূলতা সম্পর্কে ভীত হওয়া কে কি বলে ?

উত্তর:- ওবেসোফোবিয়া

প্রশ্ন. সমআয়তন ও সমআকৃতির জনন কোশের মিলনকে কি বলে ?

উত্তর:- আইসোগ্যামি

প্রশ্ন. অগ্নাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় ?

উত্তর:- বিটা

প্রশ্ন. কোন শিল্পী ময়ূর সিংহাসন নির্মাণ করে ?

উত্তর:- বেবাদল খাঁ

প্রশ্ন. আকবরের তরবারির নাম কি ছিল ?

উত্তর:- সংগ্রাম

প্রশ্ন. বাবরের প্রকৃত নাম কি ?

উত্তর:- জহিরউদ্দিন মহম্মদ

প্রশ্ন. রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায় ?

উত্তর:- কাশ্মীর

প্রশ্ন. ‘ভারত আত্মা’ – কার রচনা ?

উত্তর:- বিপিনচন্দ্র পাল

প্রশ্ন. যকৃতে অবস্থিত কোন কোষ রোগ-জীবাণুদের ধ্বংস করে ?

উত্তর:- কুফার কোষ

প্রশ্ন. অ্যামাইলোপ্লাস্টে কোন ধরনের খাদ্য জমা থাকে ?

উত্তর:- শ্বেতসার

প্রশ্ন. একটি বহুযৌগিক শর্করার উদাহরণ হলো ?

উত্তর:- গ্লাইকোজেন

প্রশ্ন. কোন বিজ্ঞানী ভিটামিন কে অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান বলে অভিহিত করেন ?

উত্তর:- হপকিন্স

প্রশ্ন. একটি সিউডোভিটামিনের উদাহরণ কি ?

উত্তর:- মিথাইল কোবালামিন

প্রশ্ন. থাইরক্সিনের উপাদান গঠন করে কোন মৌল ?

উত্তর:- আয়োডিন

প্রশ্ন. অক্সিজোম শব্দটি কোন কোশীয় অঙ্গানুর সাথে সম্পর্কিত ?

উত্তর:- মাইটোকন্ড্রিয়া

প্রশ্ন. কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় ?

উত্তর:- রাইবোজোম

প্রশ্ন. কোন বিজ্ঞানী প্রমান করেন সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি দুটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয় ?

উত্তর:- ব্ল্যাকম্যান

প্রশ্ন. কোন বিজ্ঞানী ‘সাইটোপ্লাজমীয় আবর্তন’ মতবাদ প্রকাশ করেন ?

উত্তর:- ডি ভৃস

প্রশ্ন. দক্ষিণ আমেরিকার নিম্নতম স্থান কোনটি ?

উত্তর:- স্যালিনাস গ্রান্ডেস

প্রশ্ন. কারাকোতা নামক ঘুমন্ত আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ?

উত্তর:- ইন্দোনেশিয়া

প্রশ্ন. কোন মহাসাগর কে বলা হয় আগ্নেয় মেঘলা ?

উত্তর:- প্রশান্ত মহাসাগর

প্রশ্ন. টাইফুন হাগিবিস নামক ঘূর্ণিঝড় কোন দেশে আছড়ে পড়ে ?

উত্তর:- জাপান

প্রশ্ন. তাকলামাকান মরুভূমি কোন দেশে অবস্থিত ?

উত্তর:- চীন

আরো পড়ুন:-Click Here
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad