WB Gram Panchayat Practice Set-31 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট, রইলো বাছাই করা কিছু প্রশ্ন

Published On:

WB Gram Panchayat Practice Set-31 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-31)

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-31 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-31)

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

tarak panchyat

প্রশ্ন. স্ট্রিকনিন ব্যবহৃত হয় কোন রোগে ?

উত্তর:- স্নায়ুরোগ

প্রশ্ন. ডাটুরিন ব্যবহৃত হয় কোন রোগে ?

উত্তর:- অ্যাজমা

প্রশ্ন. রাউল ফিন/রেসারপিন ব্যবহৃত হয় কোন রোগে ?

উত্তর:- রক্তচাপ

প্রশ্ন. কোডেইন ব্যবহৃত হয় কোন রোগে ?

উত্তর:- কাশি এবং ব্যাথায়

প্রশ্ন. সালফোনস ব্যবহৃত হয় কোন রোগে ?

উত্তর:- কুষ্ঠ

প্রশ্ন. ক্লোরোমাইসিটিন ব্যবহৃত হয় কোন রোগে ?

উত্তর:- টাইফয়েড

প্রশ্ন. রেলেঞ্জা ব্যবহৃত হয় কোন রোগে ?

উত্তর:- সোয়াইন ফ্লু

প্রশ্ন. স্টকহোম সম্মেলন কোথায় সম্পন্ন হয় ?

উত্তর:- সুইডেন, 1972 এবং 2004

প্রশ্ন. রামসার সম্মেলন কোথায় সম্পন্ন হয় ?

উত্তর:- ইরান, 1971

প্রশ্ন. নাইরোবি সম্মেলন কোথায় সম্পন্ন হয় ?

উত্তর:- কেনিয়া, 1982

প্রশ্ন. মন্ট্রিয়ল প্রটোকল কোথায় সম্পন্ন হয় ?

উত্তর:- কানাডা, 1987

প্রশ্ন. লন্ডন সম্মেলন কবে সম্পন্ন হয় ?

উত্তর:- গ্রেট ব্রিটেন, 1990

প্রশ্ন. রিও আর্থ সম্মেলন কোথায় সম্পন্ন হয় ?

উত্তর:- ব্রাজিল, 1992

প্রশ্ন. কিয়োটো সম্মেলন কোথায় সম্পন্ন  হয় ?

উত্তর:- জাপান, 1997

প্রশ্ন. জোহানেসবার্গ সম্মেলন কবে সম্পন্ন হয় ?

উত্তর:- দক্ষিণ আফ্রিকা, 2002

প্রশ্ন. কোপেনহেগেন সম্মেলন কোথায় সম্পন্ন হয় ?

উত্তর:- ডেনমার্ক, 2010

প্রশ্ন. লিমা সম্মেলন কবে সম্পন্ন হয় ?

উত্তর:- পেরু, 2014

প্রশ্ন. প্লবতার সূত্র কে আবিষ্কার করেন ?

উত্তর:- আর্কিমিডিস

প্রশ্ন. কাগজ কে আবিষ্কার করেন ?

উত্তর:- সাই লুন জিনজহং

প্রশ্ন. মুদ্রণযন্ত্র কে আবিষ্কার করেন ?

উত্তর:- জোহান গুটেনবার্গ

প্রশ্ন. জলপথে ইউরোপে আসার বিভিন্ন অবস্থান কে আবিষ্কার করেন ?

উত্তর:- ভাস্কো-দা-গামা

প্রশ্ন. সৌরজগৎ প্রথম কে আবিষ্কার করেন ?

উত্তর:- নিকোলাস কোপার্নিকাস

প্রশ্ন. হৃৎপিণ্ডের মধ্যে রক্তের সংবহন কে আবিষ্কার করেন ?

উত্তর:- উইলিয়াম হার্ভে

প্রশ্ন. ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?

উত্তর:- ইভান গেলিস্তা টরিসেলি

প্রশ্ন. এককোষী প্রোটোজোয়া প্রথম কে আবিষ্কার করেন ?

উত্তর:- এন্টনি ভ্যান লিউয়েনহুক

প্রশ্ন. সেলসিয়াস থার্মোমিটার কে আবিষ্কার করেন ?

উত্তর:- অ্যান্ডার সেলসিয়াস

প্রশ্ন. কেলভিন থার্মোমিটার কে আবিষ্কার করেন ?

উত্তর:- উইলিয়াম থমসন কেলভিন

প্রশ্ন. কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর:- বরাহি

প্রশ্ন. বরাহিপানি জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর:- বুদ্ধবালঙ্গা

প্রশ্ন. দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর:- মান্ডবী

প্রশ্ন. বরকানা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর:- সীতা

প্রশ্ন. যোগ বা গেরোসোপা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর:- সারাবতী

প্রশ্ন. কান্দাদর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর:- কাপরাণী

প্রশ্ন. শিবসুমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর:- কাবেরী

প্রশ্ন. বুন্দলা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর:- বুন্দলা

আরো পড়ুন:-Click Here
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad