Computer Assistant Recruitment 2024 : সকলচাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রয়েছে। রাজ্যের কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব প্রার্থীরা মোটা বেতনের চাকরির খোঁজ করছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই পদে ইচ্ছুক প্রার্থীদের কোনোরকম আবেদন জানাতে হবে না। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কোনোরকম পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। চলুন জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
নিয়োগ সংস্থা – INDIAN INSTITUTE OF TECHNOLOGY
পদের নাম – Computer Assistant
বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের জন্য সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন – এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের BBA /BCA /B.Sc /BA /B.Tech /BE বা সমমানের ৩ বছরের ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের MS Office, VISIO এবং গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি – এই পদে ইচ্ছুক প্রার্থীদের কোনো অনলাইন কিংবা অফলাইন পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিযুক্ত করা হবে। এই পদে আবেদনেরকারীদের ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদেরএখানে (Computer Assistant Recruitment 2024) অফলাইন কিংবা অনলাইনে আবেদন করতে হবে না। সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলোকে সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে।
ইন্টারভিউর তারিখ— ১৭ মে, ২০২৪।
অফিশিয়াল ওয়েবসাইট : www.iitp.ac.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি : Download Now
More Details : Click Here
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।