Passport : একজন ব্যক্তি যে দেশেই বাস করুন না কেন, তার কাছে সেই দেশের নথি থাকা খুবই প্রয়োজন। ভারতে প্রায় প্রতিটি মানুষের কাছেই এই রকম অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে। যদি তা না থাকে, তবে তার সমূহ বিপদ। এই গুরুত্বপূর্ণ নথগুলির মধ্যে একটি হলো পাসপোর্ট। যদি বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে আপনার কাছে পাসপোর্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ, নাহলে আপনি বিদেশ যেতে পারবেন না কখনোই। এখন যদিও কিছু কিছু দেশ ভারতীয়দের পাসপোর্ট ছাড়াই এন্ট্রি দিচ্ছে, তবুও ব্রিটেন, আমেরিকার মতো দেশে যেতে হলে আপনার কাছে পাসপোর্ট থাকতেই হবে। এবার চলুন জেনে নেওয়া যাক পাসপোর্ট (Passport) বানাতে কি কি কাগজ লাগে? কত টাকা খরচ হয়? এটি তৈরি করার পর তা হাতে পেতে কত সময় লাগে? এই সকল প্রশ্নের উত্তর রইলো আজকের প্রতিবেদনে।
পাসপোর্ট তৈরির জন্য কোন কোন নথি প্রয়োজন?
পাসপোর্ট (Passport) তৈরি করতে হলে আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে। এই যেমন ধরুন ঠিকানার প্রমাণ, জন্ম সার্টিফিকেট, আইডি প্রুফ ইত্যাদি। ঠিকানা প্রমাণ হিসাবে ভোটার আইডি কার্ড, বিদ্যুৎ বিল, ভাড়া চুক্তি, টেলিফোন বিল, জল বিল, গ্যাস সংযোগ বিল বা আপনার অ্যাকাউন্টের পাসবুক ইত্যাদি দিতে পারেন। আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি নথিগুলির মধ্যে একটি দিতে হবে। আবেদন করার সময় সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে যেতে হবে। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যেমন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ সার্টিফিকেট লাগবে।
পাসপোর্ট তৈরি করতে কত খরচ হয়?
একটি সাধারণ পাসপোর্ট তৈরি করতে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত খরচ হয়। আর তৎকাল পাসপোর্ট তৈরি করার জন্য খরচ হয় ৩৫০০ টাকা।
পাসপোর্ট তৈরির পর তা হাতে পেতে কত সময় লাগে?
পাসপোর্ট তৈরির পর সাধারণত সেটি হাতে পেতে ৩০ থেকে ৪৫ দিন সময় লাগে, তবে আপনি যদি তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে সেক্ষেত্রে সময় লাগে ৭ থেকে ১৪ দিন।