WBCS 2024 : ডব্লিউবিসিএস পরীক্ষা হলো রাজ্য পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম। এই পরীক্ষার মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরে উচ্চ পদস্থ আধিকারিক নিয়োগ করা হয়ে থাকে। আজ আমরা আপনাদের এই পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক।
WBCS পরীক্ষা সংক্রান্ত বিশেষ আপডেট
রাজ্য সরকার চলতি বছরে পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বহু চাকরিপ্রার্থী এই পরীক্ষার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকেন। প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউর মাধ্যমে এই পরীক্ষা (WBCS 2024) হয়। এই তিনটি ধাপ অতিক্রম পর প্রকাশিত হয় মেধা তালিকা। আর সেই তালিকা অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে চাকরিপ্রার্থীদের। জানা গেছে যে, চলতি বছরে জুলাই মাসের শেষে অথবা আগস্ট মাসে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এমনকি চলতি বছরে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাসে হবে না কোনোরকম বদল।
WBCS পরীক্ষার সিলেবাস ও পূর্ণমান
এবারেও বিগত বছরগুলির মত পরীক্ষার সিলেবাসে ইংরেজি কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, সংবিধান এবং রাজনীতি, বিভিন্ন জাতীয় আন্দোলন, জেনারেল এবং মেন্টাল অ্যাবিলিটি ইত্যাদি বিষয়গুলি থেকেই প্রশ্ন আসবে বলে জানা গেছে। মোট ২০০ নম্বর থাকবে প্রিলিমিনারি পরীক্ষায়, মেন্স পরীক্ষার প্রথম থেকে ষষ্ঠ পেপার হবে ২০০ নম্বরের এবং সপ্তম, অষ্টম পেপার হবে ৪০০ নম্বরের। এরপর উত্তীর্ণ পরীক্ষার্থীদের ২০০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
পরীক্ষা কবে হবে?
জানা গেছে যে, জুলাই কিংবা আগস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ডিসেম্বর মাসে প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হতে পারে। পাবলিক সার্ভিস কমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মত অনুযায়ী, যদি পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হতো , তবে তা নির্দিষ্ট সময়ের আগেই ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেওয়া হত, কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষার সিলেবাস পরিবর্তনের কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তাই চলতি বছরে এই পরীক্ষার সিলেবাস পরিবর্তনের কোনোরকম সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। প্রতিবছর ডব্লিউবিসিএস পরীক্ষাতে (WBCS 2024) পরীক্ষার্থী বৃদ্ধি পাওয়ার কারণে প্রত্যেক বছর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এটি রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি দারুন সুখবর। এখন রাজ্যের সকল চাকরিপ্রার্থীরা চলতি বছরে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দিন গুনছেন।