BECIL Job Vacancy 2024 : এবার রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং সংস্থার পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ পড়ুন আজকের প্রতিবেদনটি।
১) পদের নাম – MTS
শূন্যপদ – ১টি
বয়সসীমা – এই পদে (BECIL Job Vacancy 2024) আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন – উল্লেখ্য পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১৬,৯২৬ টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা – সংশ্লিষ্ট পদে (BECIL Job Vacancy 2024) আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২) পদের নাম— Lodar
শূন্যপদ— ১৪টি
বয়সসীমা— এই পদে (BECIL Job Vacancy 2024) আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন— উল্লেখ্য পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১৬,৯২৬ টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি – এখানে (BECIL Job Vacancy 2024) অনলাইনের মাধ্যমে প্রার্থীদের নিজস্ব আবেদন নথিভুক্ত করতে হবে। এর জন্য সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে প্রস্তাবিত অনলাইন আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে। এরপর সব বিষয় ভালোভাবে যাচাই করে আবেদন সাবমিট করতে হবে।
আবেদন ফি— এই পদে আবেদন করার জন্য তপশিলি শ্রেণীর আবেদনকারী এবং আর্থিক অনগ্রসর সহ শারীরিকভাবে প্রতিবন্ধী আবেদনকারীদের আবেদন ফি বাবদ ৫৩১ টাকা এবং অন্যান্য সমস্ত শ্রেণীর আবেদনকারীদের আবেদন ফি বাবদ ৮৮৫ টাকা জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ— ৩১শে মে, ২০২৪
Official Notification: Download Now
Official Website: Apply Now
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।