Ration Card 2024: রেশন কার্ড হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। বহুদিন থেকেই আমাদের দেশের রেশন কার্ড (Ration Card 2024) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এবার খবর পাওয়া গেছে যে বাতিল হয়ে যাচ্ছে একাধিক রেশন কার্ড। ইতিমধ্যেই যাদের রেশন কার্ড বাতিল হয়ে গেছে বা বাতিল হওয়ার জন্য ফোনে মেসেজ চলে এসেছে, এখন তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। রাতের ঘুম উড়েছে রীতিমতো। এই প্রয়োজনীয় নথি বাতিল হয়ে যাওয়ায় দেখা যাচ্ছে একাধিক সমস্যা। তবে, কী কারণে বাতিল করে দেওয়া হচ্ছে রেশন কার্ড, সেই বিষয়ে অনেকেই বুঝে উঠতে পারছেন না। আপনার কার্ড বাতিলের খাতায় রয়েছে কিনা জানতে পড়ুন আজকের প্রতিবেদনটি।
হঠাৎ করে কার্ড বাতিল হওয়ার পিছনের কারণ কী?
কার্ড বাতিল হওয়ার পিছনে রয়েছে সঙ্গত কারণ। আসলে, গত বছর থেকেই সকল রেশন কার্ড (Ration Card 2024) গ্রাহকদের অনুরোধ করা হয়েছিল কেওয়াইসি করানোর জন্য। আর যারা এখনো পর্যন্ত ঠিকমতো কেওয়াইসি করিয়ে উঠতে পারেনি বা যাদের ঠিক করে কেওয়াইসি এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি, তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে।
বাড়িতে বসে কেওয়াইসি সম্পন্ন করা যাবে
সূত্র অনুযায়ী, ২০২১ সালে রথীন ঘোষ খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত মোট ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে গেছে। যদি গ্রাহকরা তাদের সঠিক তথ্য সঠিক সময়ে জমা দিয়ে দিতে পারেন, তাহলে ফের রেশন কার্ড চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে। এখন আর কেওয়াইসির জন্য লাইনে দাঁড়ানোর প্রয়োজনীয়তা নেই। গ্রাহকরা বাড়িতে বসেই নিজস্ব কেওয়াইসি সম্পন্ন করে নিতে পারবেন খুব সহজে।
অনলাইনে কীভাবে কেওয়াইসি সম্পন্ন করবেন?
গ্রাহকদের অনলাইনে কেওয়াইসি সম্পন্ন করতে প্রথমে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে রেশন কার্ড অপশন বেছে নিতে হবে। এরপর সেখান থেকে চেক করে নিতে হবে স্ট্যাটাস অফ ইওর রেশন কার্ড। আর এই অপশনে সিলেক্ট করার পর রেশন কার্ডের নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এরপর নির্দিষ্ট বক্সের মধ্যে সঠিকভাবে ক্যাপচা কোড বসিয়ে সার্চ করতে হবে। এরপরই দেখা যাবে রেশন কার্ডের স্ট্যাটাস। রেশন কার্ডের স্ট্যাটাস অ্যাকটিভ দেখালে গ্রাহককে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করতে হবে। আবার কার্ডের স্ট্যাটাস যদি ডিঅ্যাকটিভ দেখায়, তবে সেক্ষেত্রে ডু কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে। এরপর নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে রেশন কার্ড নম্বর, ক্যাটাগরি এবং আধার কার্ড নম্বর বসাতে হবে। এরপর মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি সঠিকভাবে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলে কেওয়াইসি করা সম্পন্ন হবে।