ITR Filing : অনেকেই মনে করেন যে, আয়কর রিটার্ন ফাইল (Income Tax Return File) না করলেও কোন ক্ষতির সম্ভবনা নেই। এর ফলে অনেকেই আর আয়কর রিটার্ন ফাইল করে না। কোনো কোনো বেতন ভোগী ব্যক্তিরা আবার মনে করেন যে, বেতন থেকে TDS কেটে নেওয়া হয়, যেটি ফর্ম ১৬-তে দৃশ্যমান, তাই আর আয়কর রিটার্ন ফাইল (ITR Filing) করার প্রয়োজন নেই। আসলে এটি হলো তাদের ভুল ধারণা। মূলত মৌলিক ছাড়ের সীমার বেশি আয় থাকা সমস্ত ব্যক্তিকে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। তবে যদি কেউ এই কাজ না করে তাহলে কি হবে? অনেকের মনেই প্রশ্ন জাগে। আজকের প্রতিবেদনে রইলো এই নিয়ে বিস্তারিত তথ্য।
কাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে?
মৌলিক ছাড়ের সীমার বেশি আয় থাকা ব্যক্তিদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে। ৬০ বছরের কম ব্যক্তিদের জন্য ২০২৩ থেকে ২০২৪ সালের আর্থিক বছরে এই মৌলিক ছাড়ের সীমা হলো ২.৫ লক্ষ টাকা, ৬০ বছর থেকে ৮০ বছর বয়সী ব্যক্তিদের এই মৌলিক ছাড়ের সীমা হলো ৩ লক্ষ টাকা এবং ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের এই মৌলিক ছাড়ের সীমা হলো ৫ লক্ষ টাকা। এমনকি, যে সকল ব্যক্তিদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি টাকার বেশি ব্যালেন্স আছে, তাদের আয়কর রিটার্ন ফাইল করতে হবে। আর তাছাড়া বিদেশ ভ্রমণের জন্য যদি ২ লক্ষ টাকা খরচ হয়ে থাকে, বিদ্যুৎ বিল যদি ১ লক্ষ টাকা বা তার বেশি হয়, সেক্ষেত্রেও আয়কর রিটার্ন ফাইল করা আবশ্যক।
ব্যবসায়ীদের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের নিয়মাবলী
আয়কর রিটার্ন দাখিলের বেশ কিছু নিয়মাবলী রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে। এই যেমন যদি সব বিক্রয় বা টার্নওভার বা মোট প্রাপ্তি মিলে ৬০ লক্ষ টাকার বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আয়কর রিটার্ন ফাইল করতে হবে। একজন পেশাদারের মোট প্রাপ্তি যদি ১০ লক্ষ টাকা হয়, তবে সেক্ষেত্রে তাকে আয়কর রিটার্ন দাখিল (ITR File) করতে হবে। আবার ২৫ হাজার টাকা কিংবা তার বেশি কর সংগ্রহ বা কাটার ক্ষেত্রে ব্যবসায়ীদের সেভিংস অ্যাকাউন্টে যদি ৫০ লক্ষ টাকার বেশি থাকে, তবে সেক্ষেত্রেও আয়কর রিটার্ন দাখিল করতে হয়। এমনকি, যদি অগ্রিম কর দেওয়া হয়ে থাকে, তবুও আয় এবং করের স্ব-মূল্যায়ন করার জন্য ITR File করতে হয়। যদি
আয়কর রিটার্ন ফাইল না করলে কি হবে?
যদি আপনি উপরে উল্লিখিত আয়কর রিটার্নের নিয়মগুলির আয়তায় পড়েন, তাহলে আপনাকে চলতি বছরের ৩১শে জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আপনি যদি কোন কারণবশত এই তারিখের মধ্যে আয়কর রিটার্ন ফাইল না করতে পারেন, তবে সেক্ষেত্রে চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন আয়কর রিটার্ন দাখিল করার, কিন্তু এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমান জরিমানা এবং ট্যাক্স এর ওপর সুদ দিতে হবে বলেই জানা গেছে।