SVMCM Fund Update July: রাজ্য সরকার রাজ্যের সকল ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করার লক্ষ্যে নানান স্কলারশিপ নিয়ে এসেছে, যার মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM)। বহু ছাত্রছাত্রীর পড়াশোনার খরচ, টিউশন ফি, হোস্টেলের খরচ এই সবকিছু মেধাবৃত্তি উপর নির্ভর করে চলে। লোকসভা নির্বাচন থাকাকালীন সকলপ্রকার সরকারি কাজ স্থগিত ছিল, তবে ভোটের আগে থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কোনোরকম ফান্ড ছাড়া হয়নি। এখন প্রশ্ন উঠছে যে, কবে ফান্ড (SVMCM Fund Amount) ছাড়া হবে? আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়েই আলোচনা করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নয়া আপডেট
সকল কলেজ পড়ুয়া থেকে শুরু করে মাস্টার্স এবং অন্যান্য কোর্সের ক্ষেত্রেও ছাত্রছাত্রীরা এখনো তাদের স্কলারশিপের টাকা পাননি। বর্তমানে এই বিষয়ে দুটি নতুন আপডেট দেওয়া হয়েছে। একটি হলো সকল বেসরকারি এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের এপ্রুভালের তথ্য, বিকাশ ভবনে জমা করতে হবে। অপর আপডেটটি হলো, যে সকল ছাত্র-ছাত্রীদের ফোনে স্কলারশিপের টাকা ছাড়ার মেসেজে এসেছে অথচ অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কিংবা কোনো কারণবশত টাকা ঢোকার পরে ট্রানজাকশন ফেল হয়ে গেছে তাদেরকে চলতি বছরের ২৮শে জুনের মধ্যে সমস্ত ব্যাংকের তথ্য সহকারে বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগ করতে হবে।
টাকা কবে পাওয়া যাবে?
জুন মাসের শেষ পর্যন্ত সকল অফিশিয়াল কাজ চলবে এবং পরের মাসে অর্থাৎ জুলাই মাসের প্রথমের দিকে ফান্ড আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। যেসকল ছাত্রছাত্রীরা এখননো টাকা পাননি অথচ আবেদন মঞ্জুর হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে (SVMCM Fund Update July)।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইট: https://svmcm.wbhed.gov.in/