T20 World Cup Prize Money: টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলো ভারত? পরাজিত দল কত পেলো? জানুন

Published On:

T20 World Cup Prize Money: চলতি বছরের ২৯শে জুন শনিবার ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত। ২০০৭ সালের পর ফের টি-২০ বিশ্বকাপে বিজয় পতাকা ওড়ালো ভারত। অবশ্য মাঝে ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ ও ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জেতে ভারত। অর্থাৎ বলা যায় যে, ভারত দীর্ঘ ১৩ বছর পরে ফের বিশ্বকাপ জিতল এবং দীর্ঘ ১১ বছর পরে বিসিসিআইয়ের ক্যাবিনেটে আইসিসি ট্রফি ঢুকল। এবার টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ২০টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনালে শনিবার মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA Final)। অবশেষে জয়ী হয় ভারত। অনেকের মনেই প্রশ্ন থাকে যে, বিশ্বকাপে জয়ী হলে জয়ী দল কত টাকা পুরস্কার পাবে, রানার দলই  বা কত টাকা পাবে? আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক।

T20 ক্রিকেট বিশ্বকাপের প্রাইজের তালিকা

চলতি বছরের ২রা জুন থেকে এইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল। এবারের বিশ্বকাপে সব মিলিয়ে রেকর্ড অঙ্কের পুরস্কার অর্থের কথা ঘোষণা করেছিল আইসিসি। পুরস্কার অর্থ হিসাবে এবার সব মিলিয়ে ১১.২৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩ কোটি ৮০ লক্ষ টাকা। চলুন দেখে নিই কোন দল কত পেলো (T20 World Cup Prize Money)।

১) টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ী দল ভারত পেলো ২.৪৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০.৩৬ কোটি টাকা।

২) অপরদিকে পরাজিত দল দক্ষিণ আফ্রিকা পেলো ১.২৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০.৬৪ কোটি টাকা।

৩) যারা ফাইনালে উঠতে পারেনি, তাদেরও একেবারে খালি হাতে টুর্নামেন্ট থেকে ফিরতে হচ্ছে না এবার। যে দুই দল সেমিফাইনাল থেকে হেরে বিদায় নিয়েছে, অর্থাৎ ইংল্যান্ড ও আফগানিস্তান দুই দল উঠেছিল সেমিফাইনালে, তাদের জন্যও বরাদ্দ রয়েছে বড় অঙ্কের পুরস্কার মূল্য। এই দুই দল ৭ লক্ষ ৮৭ হাজার ৫০০ ডলার করে পাবে। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ৬ কোটি ৫৪ লক্ষ টাকা।

৪) এবারের বিশ্বকাপে যে দলগুলি সুপার এইট পর্ব থেকে বিদায় নেয়, তারাও প্রত্যেকে ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ১৭ লক্ষ টাকা।

৫) নবম থেকে দ্বাদশ স্থান পর্যন্ত থাকা দলগুলি ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ ডলার করে পাবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৫ লক্ষ টাকা।

৬) ১৩ থেকে ২০তম স্থানে থাকা দলগুলি পাবে ২ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ১ কোটি ৮৭ লক্ষ টাকা।

৭) প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বিজয়ী দলগুলিকে ২৫.৮৯ লক্ষ টাকা দেওয়া হবে।

৮) প্রত্যেক ম্যাচ জেতার জন্য ৩১ হাজার ১৫৪ ডলার করে পাবে সব দল, যা ভারতীয় মুদ্রায় ২৬ লক্ষ টাকা। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ জেতার জন্য বরাদ্দ পুরস্কার অর্থ আরও বেশি।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad