WB Recruitment 2024 : সম্প্রতি পূরণ হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যানের পদ, আর এই পদ পূরণ হতে না হতেই এবার সরকারের তরফ থেকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং ডি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে যে, গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পর্যায়ে মিলে প্রায় ১২ হাজার কর্মী নিয়োগ হতে চলেছে। স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয়েছিল ২০১১ সালে। রাজ্যের তৎকালীন সরকার নির্বাচিত হওয়ার পর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি দপ্তরে কর্মী নিয়োগের প্রক্রিয়ায় বিলম্ব হওয়ার অভিযোগ তুলে নতুন কমিশন গঠন করেছিল।
‘গ্রুপ- বি’ এবং ‘গ্রুপ- সি’ পদে কর্মী নিয়োগ
স্টাফ সিলেকশন কমিশন ওই সময় ‘গ্রুপ- বি’ এবং ‘গ্রুপ- সি’ পদে কর্মী নিয়োগ করার জন্য পরীক্ষা নিতে শুরু করে। স্টাফ সিলেকশন কমিশন, বিভিন্ন দপ্তরে ক্লার্ক নিয়োগের জন্য একবার ক্লার্কশিপ পরীক্ষাও আয়োজন করেছিল, তবে পরবর্তীকালে রাজ্য সরকার এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ফের ক্লার্ক নিয়োগের দায়িত্ব পরে পাবলিক সার্ভিস কমিশনের ওপর। আবার অপরদিকে ‘গ্রুপ- ডি’ কর্মী নিয়োগের জন্য আলাদাভাবে ‘গ্রুপ- ডি’ রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়েছিল। মূলত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিপুল সংখ্যায় ‘গ্রুপ- ডি’ কর্মী নিয়োগের জন্যই এই ব্যবস্থা চালু করা হয়েছিল, তবে পরবর্তীকালে ‘গ্রুপ- ডি’ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দেওয়া হয় (WB Recruitment 2024)।
২০২২ সালে রাজ্য বিধানসভায় সংশোধনী বিল পাস
রাজ্য সরকার, ২০২২ সালে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাস করায়। ওই বিলের ভিত্তিতে ফের এসএসসি চালু করা হয়। স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক সহায়কে সম্প্রতি নিয়োগ করা হয়েছে। আর চেয়ারম্যান পদ পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। চলতি বছরেই এই নবগঠিত কমিশনের মাধ্যমে ‘গ্রুপ- সি’ এবং ‘ডি’ পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াগুলি দ্রুত শুরু করার জন্য নবগঠিত কমিশনে চেয়ারম্যান বাদ দিয়ে প্রায় ছয় জন সদস্য রাখার কথা বলা হয়েছে।
প্রায় ১২ হাজার কর্মী নিয়োগ
জানা গেছে যে, কলকাতার নিউটাউনের একটি অফিস থেকে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের সমস্ত কাজ পরিচালনা করা হবে, অর্থাৎ নিউটনে এসএসসির কার্যালয় হবে। সাম্প্রতিক সময় রাজ্য সরকার কয়েকশো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য নতুন পদ সৃষ্টি করেছে। সেই পদের পরীক্ষা নেবে এসএসসি। গ্রুপ সি-র মাধ্যমে নিয়োগ করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক। মোট ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে ‘গ্রুপ- ডি’ পদে ৮ হাজারের বেশি কর্মী নিয়োগ করা হতে পারে এবং ‘গ্রুপ- সি’ পদে নেওয়া হতে পারে ৩ থেকে ৪ হাজার মতো কর্মী। এসএসসি এরজন্য শীঘ্রই পরীক্ষার আয়োজন করবে। এসএসসি সম্প্রতি রাজ্য সরকারের তৈরি করা কয়েকশো নতুন পদে কর্মী নিয়োগ করবে।
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ
‘গ্রুপ- সি’ পদের জন্য মূলত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। কমিশন এই নিয়োগের পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রাথমিক একটি খসড়া তৈরি করেছে। জানা গেছে যে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। প্রিলিমিনারি এবং মেইন দুটি স্তরের পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেইন পরীক্ষার উত্তরপত্র দেখা হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে পাশ করলে প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে (WB Recruitment 2024)।