আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছে ৫০ কোটি মানুষ ! আপনি কি আছেন সেই তালিকায়?

Published On:

News Desk : কেন্দ্রীয় সরকার ২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর  আয়ুষ্মান ভারত প্রকল্পটি চালু করে। এই প্রকল্প সকল ভারতবাসীর চিকিৎসার খরচের চিন্তা অনেকটাই কমিয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে রোগীর প্রাইভেটে ডাক্তার দেখানো, ওষুধ কেনা, এছাড়াও কোনো রোগী যদি হাসপাতালে ভর্তি হন, তবে তার চিকিৎসার পাশাপাশি বিভিন্ন প্যাথলজিকাল টেস্ট, হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ১৫ দিন পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকে রোগীর পরিবার। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে আয়ুষ্মান ভারত প্রকল্পটি চলে।

আয়ুষ্মান ভারত প্রকল্পটি গড়েছে নজির

সাধারণ মানুষ বিগত পাঁচ বছর ধরে এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে নানান অসুখের চিকিৎসার খরচ পাচ্ছে। এমনকি, এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রতিটি পরিবারের জন্য বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করছে। এবার এই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পটি নতুন নজির গড়েছে। আসলে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই প্রকল্পে সুবিধা ভোগী মানুষের সংখ্যা ৫০ কোটির গণ্ডি পেরিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, সরকারের চিকিৎসা বীমা প্রকল্পের অধীনে ৫০ কোটি লোকের কাছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট নম্বর রয়েছে।

চিকিৎসা সংক্রান্ত তথ্য মিলবে সহজেই

স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য হয়েছে বলেই মূলত এটি সম্ভবপর হয়েছে। এই অ্যাকাউন্টে রোগীর কি চিকিৎসা হয়েছে, রোগী অতীতে কি ওষুধ খেয়েছেন সবকিছু রাখা থাকে, এর ফলে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র হারিয়ে গেলেও অসুবিধা হয় না। এই অ্যাকাউন্ট নম্বরে ঢুকে যাবতীয় তথ্য সহজেই পেয়ে যান চিকিৎসকরা। স্বাস্থ্য মন্ত্রক আরো জানিয়েছে, ৫ কোটিরও বেশি রোগী আয়ুষ্মান ভারত ভিত্তিক তাৎক্ষণিক OPD রেজিস্ট্রেশন পরিষেবা ব্যবহার করেছেন। এর পাশাপাশি ৫০ লাখেরও বেশি মানুষ তাদের স্বাস্থ্যের রেকর্ডগুলি দেখেতে আয়ুষ্মান ভারত অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। এই প্রকল্পে মোট খরচের ৬০ শতাংশ কেন্দ্রীয় সরকার  এবং ৪০ শতাংশ রাজ্য সরকার বহন করে।

১.৬ লক্ষ স্বাস্থ্য কেন্দ্র  খোলা হয়েছে

আয়ুষ্মান ভারতের অধীনে চিকিৎসার পাশাপাশি দেশজুড়ে স্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে। এই প্রকল্পের অধীনে  এখনো পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ১.৬ লক্ষ স্বাস্থ্য কেন্দ্র  খোলা হয়েছে। এই প্রকল্পে নাম তুলতে হলে প্রথমে আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডের জন্য আবেদন করতে হয়। এর পাশাপাশি ওপর একটি গুরুত্বপূর্ণ কার্ড হলো আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড। অবশ্য আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড ও আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড দুটি কিন্তু আলাদা। আসলে আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড হলো আপনার পরিবারের জন্য  কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া স্বাস্থ্য বিমা এবং অপরদিকে আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড হলো আপনার স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য নথিভুক্ত থাকার কার্ড। তাই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে অতি অবশ্যই এই দুটি কার্ড করাতে হবে। এই প্রকল্পকে রাষ্ট্রসংঘের তরফ থেকে বিশ্বের সর্ববৃহৎ হেলথ স্কিমের স্বীকৃতি দেওয়া হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad