Nabanna Scholarship 2024: রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সকল ছাত্র-ছাত্রীদেরকে আর্থিকভাবে সুবিধা দেওয়ার জন্য নানান স্কলারশিপের ব্যবস্থা করা হয়ে থাকে। আর এরই মধ্যে একটি জনপ্রিয় স্কলারশিপ এর নাম হলো নবান্ন স্কলারশিপ (Nabanna Chief Minister Scholarship)। আজ আমরা আপনাদেরকে এই স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য দিতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এক নজরে।
নবান্ন স্কলারশিপ কী?
মুখ্যমন্ত্রী সরকারি তহবিল থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাস করা সকল ছাত্রছাত্রীদের নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship 2024) দেওয়া হয়। যে সকল ছাত্র-ছাত্রী পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন, তাদেরকে এই স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হন এবং এর জন্য এককালীন ১০ হাজার টাকার অনুদান পেয়ে থাকেন সরকারের তরফ থেকে। এই স্কলারশিপে আবেদন করতে কী কী প্রয়োজনীয় নথি লাগবে সেই বিষয়ে অনেকেরই মনে প্রশ্ন থেকে যায়। আজ আমরা এই বিষয়েই খোলসা করতে চলেছি। চলুন দেখি নিই।
নবান্ন স্কলারশিপ কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে?
নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য আগে নবান্নতে গিয়ে জরুরী নথির সাথে আবেদন ফর্ম জমা করতে হতো, তবে বর্তমানে অনলাইনেই এই কাজটি করা সম্ভব। নবান্নর ওয়েব পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করে সেখানে আবেদনপত্র পূরণ করে তার সাথে জরুরী নথি আপলোড করে সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যায়। আর এই নবান্ন স্কলারশিপের দুই রকমের কাগজপত্র রয়েছে। একটা একাডেমিক, যা ছাত্রছাত্রীদের কাছে থাকে, আর অপরটি হলো অফিসিয়াল কাগজপত্র, যা সরকারি অফিস থেকে বানাতে হয়।
১) অ্যাকাডেমিক ডকুমেন্ট
একাডেমিক কাগজপত্র বলতে মাধ্যমিকের এডমিট এবং আধার কার্ড (Aadhar Card), শেষ পরীক্ষার মার্কশীট (Marksheet) – যেমন একাদশ শ্রেণীতে ভর্তি হলে মাধ্যমিকের মার্কশিট কিংবাবা কলেজে ভর্তি হলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এছাড়াও ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার কপি আপলোড করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC নম্বর এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম জমা দিতে হবে।
২) গুরুত্বপূর্ণ ডকুমেন্ট
কিছু জরুরী নথি সরকারি অফিসে তৈরি করতে হয়, যেমন ইনকাম সার্টিফিকেট (Income Certificate)। এটি ছাত্রছাত্রীদেরকে বানিয়ে রাখতে হয়। যেকোনো গেজেটেড অফিসার, গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে BDO, Joint BDO অথবা পৌর বা শহরের ক্ষেত্রে Executive Officer, Deputy Commissioner কাছ থেকে বার্ষিক ইনকামের সার্টিফিকেট (Annual Income) প্রয়োজন হয়। এগুলি অনলাইনেও বানানো যায়। নবান্ন স্কলারশিপে লাগে বিধায়ক রেকমেন্ডেশন, এই ফর্মটি বিধায়ক অফিসে গিয়ে তৈরি করে আনতে হয়। বিধায়কের কাছে একটা দরখাস্ত লিখলেই হয়ে যায়।
সেলফ ডিক্লারেশন বা মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা পত্র
নবান্ন স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে এই স্কলারশিপের প্রয়োজনীয়তা লিখে একটা আবেদন করতে হয় এবং নিচে নিজের সিগনেচার করতে হয়। এটার প্রিন্ট আউট ফরম্যাট রয়েছে, সেটাকে পূরণ করে সই করলেও হয়। যদিও ২০২৪ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য এখনো আবেদনের কোনো রকম বিজ্ঞপ্তি জারি হয়নি। তবে, ছাত্রছাত্রীরা চাইলে ইনকাম সার্টিফিকেট এবং এম এল এর কাছে রেকমেন্ডেশনের নথি আগে থেকে রেডি করে রাখতে পারে, তাতে পরবর্তীতে বিজ্ঞপ্তি জারি হলে দ্রুত আবেদন করা সম্ভব হবে।
MLA সুপারিশ (Recommendation Letter PDF) : Download
অফিসিয়াল পোর্টাল : https://cmrf.wb.gov.in/
নবান্ন স্কলারশিপের আপডেট লেটেস্ট : Click Here