PM Scholarship Scheme 2024 : সুসংবাদ, এবার মেয়েরা পাবে ৩০০০ আর ছেলেরা পাবে ২৫০০ টাকা, আবেদন করুন এই স্কলারশিপ

Published On:

PM Scholarship Scheme 2024 : কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দেশবাসীর জন্য নানান সময়ে নানান স্কিম নিয়ে আসে সকলের সাহায্যার্থে। দেশের সকল ছাত্র ছাত্রীদের অর্থের অভাবে যাতে পিছিয়ে পড়তে না হয়, প্ৰত্যেকেই যাতে উচ্চ শিক্ষা পেতে পারে, সেই কথা চিন্তা করে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করেছে। এই সকল স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার খরচ চালাতে পারছেন। এবার সেই প্রচেষ্টার অংশ হিসাবেই চালু করা হলো পিএম স্কলারশিপ স্কিম (PM Scholarship Scheme 2024)। আজকের প্রতিবেদনে আমরা এই বৃত্তি পাওয়ার জন্য কীভাবে আবেদন জানাতে হবে, যোগ্যতা কী লাগবে, কী কী নথির প্রয়োজন এই সবটাই আপনাদের বলতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রতিবেদনটি।

পিএম স্কলারশিপ স্কিমে আবেদন করার আগে কিছু বিশেষ তথ্য

প্রতি বছর অক্টোবর মাসে এই বৃত্তি শুরু হয়। এই বৃত্তির  বৈধতা ৫ বছর পর্যন্ত সীমিত। পিএম স্কলারশিপ স্কিমে আবেদন করার জন্য পড়ুয়াদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। DBT-এর মাধ্যমে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হবে। এই প্রকল্পের অধীনে ৫০ শতাংশ বৃত্তি পাবে ছাত্রীরা। আর  যদি শিক্ষার্থী কোনো কারণে বর্তমান শিক্ষাবর্ষে উত্তীর্ণ না হয়, তবে ওই বৃত্তি রিনিউ করা হবে না।

কারা পাবে এই স্কলারশিপের টাকা ?

এই স্কলারশিপের টাকা পেতে হলে আবেদনকারী শিক্ষার্থীকে একজন প্রাক্তন RPF বা RPSF কর্মচারীর পরিবারের সদস্য হতে হবে। এই প্রকল্পের অধীনে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে এবং উচ্চ কারিগরি শিক্ষা বা পেশাগত শিক্ষার শিক্ষার্থী হতে হবে। এর পাশাপাশি আবেদনকারী শিক্ষার্থীকে স্বীকৃত অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের অধীনে একজন রেগুলার পড়ুয়া হতে হবে এবং দ্বাদশ শ্রেণিতে ৬০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে, তবেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে।

এই প্রকল্পে কত টাকা পাওয়া যাবে?

পড়ুয়াদের কোর্সের পুরো মেয়াদের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৫ বছরের জন্য পিএম স্কলারশিপ স্কিমের অধীনে  আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় ছাত্রীদের প্রতি মাসে ৩০০০ টাকা এবং ছাত্রদের প্রতি মাসে ২৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় থাকে সরকারের তরফ থেকে।

প্রয়োজনীয় নথি


এই স্কলারশিপের জন্য আবেদন করতে IV শ্রেণীর কর্মচারীদের জন্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা পরিষেবা শংসাপত্র, ক্যাটাগরি এক দুই বা তিনজন কর্মচারীর জন্য পপ বা ডিসচার্জ সার্টিফিকেটের কপি এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট, স্নাতক বা ডিপ্লোমা শংসাপত্র সহ গ্রেড কার্ড লাগবে।

আবেদন পদ্ধতি

এই স্কলারশিপের (PM Scholarship Scheme 2024) জন্য আবেদন করতে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে RPF/RPSF-এর ওয়ার্ডগুলির জন্য PM Scholarship Scheme 2024-এর লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থী যদি নতুন নিবন্ধন করে থাকেন, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পিএম স্কলারশিপ স্কিম 2024 এর New Registration ট্যাবে ক্লিক করতে হবে। আর তারপর প্রার্থীকে Continue বাটনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর, ক্যাপচা কোড লিখতে হবে এবং OTP যাচাই করতে হবে। এরপর প্রার্থীর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে লগইন করে Fresh Application বাটনে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার পর প্রার্থীকে প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন জমা দিতে হবে। তাহলেই আবেদন সম্পন্ন হবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad